তুমি আমি ক্যাম্পাস আর
আমার তখন বখাটে গড়ন- সিগারেট ঠোঁটে গুঁজে
তোমার তখন তপ্ত উনিশ, স্বপ্ন দুচোখ বুজে...
সঙ্গী তখন ক্যাফেটেরিয়া, নিত্য উদাস বিকেল
তোমার তখন খেয়ালী মনে শত যাতনার উদ্বেল।
ছিল সন্ধ্যা, টিএসসি আর চৌরঙ্গীর মোহনা,
তোমার ছিল কফির চুমুক- দৃষ্টি জুরে প্রেরণা।
আমার ছিল দৃপ্ত শ্লোগান, কণ্ঠে মাদকতা,
তুমি মিশে ছিলে অভিমানে, ছিল অনুযোগ কথকতা।
মৌন বিকেলে অমর একুশে, গোধূলি বেলায় প্রান্তিক,
মুঠোয় মুঠোয় আবেগ গাথা দুটি প্রানে ঐকান্তিক।
ট্রান্সপোর্টের আড্ডা আর তোমার এলোকেশে উচ্ছ্বাস-
দ্রোহের কাব্য, জাগরণী গান, তাসের আসরে উল্লাস।
ক্লাসেতে বসে পেছন সারিতে চিঠি লেখালেখি ধুম,
হেঁটেছি কতনা হাতটি ধরে বৃষ্টিতে রুমঝুম।
স্পর্ধার যত অবাধ্যতায় আমার উষ্ণ চুম্বন,
তোমার কভু দুরু দুরু বুক, কখনো বা দৃঢ় আলিঙ্গন।
আমার ছিল বেকার জীবন, হয়তো সম্ভাবনা,
চাইলে হঠাৎ নিশ্চয়তা, অদৃষ্টের বিড়ম্বনা ।
রুঢ় বাস্তবে আজ দূরে তুমি, সাথী মোর আজো সিগারেট,
এসে দেখো তবে দেখতে পাবে- কাঁদে আজো ডেইরি গেট।
তোমার তখন তপ্ত উনিশ, স্বপ্ন দুচোখ বুজে...
সঙ্গী তখন ক্যাফেটেরিয়া, নিত্য উদাস বিকেল
তোমার তখন খেয়ালী মনে শত যাতনার উদ্বেল।
ছিল সন্ধ্যা, টিএসসি আর চৌরঙ্গীর মোহনা,
তোমার ছিল কফির চুমুক- দৃষ্টি জুরে প্রেরণা।
আমার ছিল দৃপ্ত শ্লোগান, কণ্ঠে মাদকতা,
তুমি মিশে ছিলে অভিমানে, ছিল অনুযোগ কথকতা।
মৌন বিকেলে অমর একুশে, গোধূলি বেলায় প্রান্তিক,
মুঠোয় মুঠোয় আবেগ গাথা দুটি প্রানে ঐকান্তিক।
ট্রান্সপোর্টের আড্ডা আর তোমার এলোকেশে উচ্ছ্বাস-
দ্রোহের কাব্য, জাগরণী গান, তাসের আসরে উল্লাস।
ক্লাসেতে বসে পেছন সারিতে চিঠি লেখালেখি ধুম,
হেঁটেছি কতনা হাতটি ধরে বৃষ্টিতে রুমঝুম।
স্পর্ধার যত অবাধ্যতায় আমার উষ্ণ চুম্বন,
তোমার কভু দুরু দুরু বুক, কখনো বা দৃঢ় আলিঙ্গন।
আমার ছিল বেকার জীবন, হয়তো সম্ভাবনা,
চাইলে হঠাৎ নিশ্চয়তা, অদৃষ্টের বিড়ম্বনা ।
রুঢ় বাস্তবে আজ দূরে তুমি, সাথী মোর আজো সিগারেট,
এসে দেখো তবে দেখতে পাবে- কাঁদে আজো ডেইরি গেট।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
চূড়ান্ত ০৫/০২/২০১৫ভাই, চমৎকার লিখেছেন।
-
সায়েম খান ২৬/১২/২০১৪ওহ! চমতকার কবিতা। ভালো লাগলো।
-
রেজাউর রাতুল ২৫/১২/২০১৪চমৎকার । খুব ভালো লাগছে ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২২/১২/২০১৪তখন তোমার উনিশ বছর ..............
আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়...........
ভালো লাগলো আপনার কবিতাটি। -
অনিরুদ্ধ বুলবুল ২১/১২/২০১৪নচিকেতার গানের আদলে রচিত কবিতায় ক্যাম্পাস জীবনের স্মৃতি, প্রেমঘন সময়ের কথকতা আর অনিশ্চিত ভবিষ্যতের দূর্ভাবনায় প্রেয়সীর পৃষ্ঠ-প্রদর্শন - সব কিছুই আজ কেবল স্মৃতি টিকে আছে কেবল ঠোঁটে সিগারেট! বেশ লেগেছে কবি।
কয়েকটি বানান বিবেচনা করুন: ঊনিশ/জুড়ে/প্রাণে
কবি দুটি শব্দ একটু মুচড়ে দিলে কেমন হয় - "উদাসী বিকেল" আর "শত যাতনায় উদ্বেল"?
শুভেচ্ছা রইল।