আবার কখনো যদি
আবার কখনো যদি
সেই চৌরঙ্গীতে
একগুচ্ছ জীবনানন্দ,
কয়েকটি সিগারেট,
একটি দেয়াসলাই ,
স্বপ্নালু তুমি ,
এক ঠোঙ্গা ঝালমুড়ি,
মৌনতাময় স্নিগ্ধ বিকেল
এক পশলা বৃষ্টি...
তুমি আমি আর
একমুঠো গোধূলি।
সেই চৌরঙ্গীতে
একগুচ্ছ জীবনানন্দ,
কয়েকটি সিগারেট,
একটি দেয়াসলাই ,
স্বপ্নালু তুমি ,
এক ঠোঙ্গা ঝালমুড়ি,
মৌনতাময় স্নিগ্ধ বিকেল
এক পশলা বৃষ্টি...
তুমি আমি আর
একমুঠো গোধূলি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫দারুণ .........।।লাগলো.........।।
-
রক্তিম ১২/১২/২০১৪একটা ঝিনুক ভেঙ্গেই মুক্ত মেলে, ঠিক যেমন আপনার কবিতায় মেলে।
-
জমাতুল ইসলাম পরাগ ০৯/১২/২০১৪অল্পপকথায় গল্পবলায় হাত আছে ভাই
দারুণ লাগলো। মেদহীন লেখা। -
অনিরুদ্ধ বুলবুল ০৮/১২/২০১৪বৃষ্টি স্নাত স্নিগ্ধ বিকেলের রেশ সেই গোধূলি বেলায় চৌরঙ্গীর মোড়ে যদি স্বপ্নালু প্রিয়ার নিবিড় সান্নিধ্যে আবার আসা যায় - সেই সাথে যদি থাকে জীবনানন্দের কবিতাগুচ্ছ, ঝালমুড়ি কিংবা আড্ডার ফাঁক পূরণের সাথী ধুমপানের আয়োজন..... আহা, বড়ই রোমান্টিক ভাবনা!
আচ্ছা কবি, আপনি কি কলকাতাবাসী? আপনার কবিতায় প্রায়ই চৌরঙ্গীর দেখা পাই! এই কি কলকাতার বিখ্যাত চৌরঙ্গী?
সান্ধ্য শুভেচ্ছা রইল। -
মোঃ আবদুল করিম ০৮/১২/২০১৪অসধারন আবার থেকে শুরু করে গোধূলি আভায় ,খুবই ভালো লাগলো ।