www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রুদ্র সময়ের প্রতীক্ষায়

প্রেরণার অন্ধকারে নিমগ্ন বোধ রুদ্র সময়ের প্রতীক্ষায়
ফ্যাঁকাসে অনুভূতির নিমজ্জনে বর্ণীল আলোকময় স্বপ্ন পিপাসা,
যেন শত শত কোটি নির্ঘুম রজনীর অন্ধকার ভেদে
নব আলোয় ধরিত্রী জেগে উঠবে আবার, বিজয়ের অহংকারে।
শূন্য চিত্তের প্রতিটি অঙ্গন ভরে উঠবে আরেকবার
অঙ্গারময় দহনের  অবসানে, প্রেরণার তৃপ্ত আভার রুদ্রময়তায়,
হাজারো বিপ্লবীর দৃপ্ত কণ্ঠে উচ্চারিত হবে মুক্তির নিনাদ-.
শ্লোগানের বজ্রধ্বনিতে হবে দাসত্বের বস্ত্রহরণ।

শোষিতের চোখে সরু অশ্রুরেখা বিভেদ গড়বে সময়ের,ব্যর্থ চল্লিশের
সন্ন্যাসিনী সবিতারা এবার সত্যের প্রাপ্তিতে বলে উঠবে ‘পেয়েছি’।
শোষকের নয়,সময় এবার সারথি হবে শোষিতের,স্পৃহা হবে স্বপ্নের।
কেটে গেছে নিরবধি অনেক অপিরিমেয় যুগ, কুণ্ঠিত তন্দ্রায়-
বয়ে গেছে চলিষ্ণু সময়-শোষকের হিংস্র ইচ্ছের দ্বিধাহীন নির্মমতায়
তবু সে সময় মুক্তির পিপাসার আজন্ম নীরব সাক্ষী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাজমুল আহসান ২২/১২/২০১৪
    প্রকৃত কবিতা,অনিন্দ্য সুন্দর
    ধন্যবাদ,কবি
    শুভকামনা থাকলো
  • মুগ্ধ হলাম কবি
  • অনেক ভাল লাগলো কবি । চমৎকার লিখনি ।
  • ০২/১২/২০১৪
    অনেক সুন্দর ।
  • সাথে আছি। অন্যায়ের এবার পরাজয় হবেই। আপনার লেখা পড়লেই আমার এমনটা বলতে মন চায়। চমৎকার উদ্দীপনামূলক লেখা।..................
  • রক্তিম ০২/১২/২০১৪
    বস্ত্রহরণ নাকি শৃঙ্খল মুক্ত । ভালো লেগেছে। মুক্তি পিপাসু আজন্ম নিরব সাক্ষী হযে ।
  • অনিরুদ্ধ বুলবুল ০২/১২/২০১৪
    কবিতাটিতে দেশপ্রেমের কুসুমিত আশা ও গভীর প্রত্যয়ের কথা সুনিপুন তুণিতে চিত্রায়িত হয়েছে। বিজয়ের মাসে এমন কবিতা আমাদেরকে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে। কবির জন্যে অপরিসীম ভালবাসা। 'বিজয়' ঠিক করে দিন কবি।

    অপরাহ্নের শুভেচ্ছা -
 
Quantcast