রুদ্র সময়ের প্রতীক্ষায়
প্রেরণার অন্ধকারে নিমগ্ন বোধ রুদ্র সময়ের প্রতীক্ষায়
ফ্যাঁকাসে অনুভূতির নিমজ্জনে বর্ণীল আলোকময় স্বপ্ন পিপাসা,
যেন শত শত কোটি নির্ঘুম রজনীর অন্ধকার ভেদে
নব আলোয় ধরিত্রী জেগে উঠবে আবার, বিজয়ের অহংকারে।
শূন্য চিত্তের প্রতিটি অঙ্গন ভরে উঠবে আরেকবার
অঙ্গারময় দহনের অবসানে, প্রেরণার তৃপ্ত আভার রুদ্রময়তায়,
হাজারো বিপ্লবীর দৃপ্ত কণ্ঠে উচ্চারিত হবে মুক্তির নিনাদ-.
শ্লোগানের বজ্রধ্বনিতে হবে দাসত্বের বস্ত্রহরণ।
শোষিতের চোখে সরু অশ্রুরেখা বিভেদ গড়বে সময়ের,ব্যর্থ চল্লিশের
সন্ন্যাসিনী সবিতারা এবার সত্যের প্রাপ্তিতে বলে উঠবে ‘পেয়েছি’।
শোষকের নয়,সময় এবার সারথি হবে শোষিতের,স্পৃহা হবে স্বপ্নের।
কেটে গেছে নিরবধি অনেক অপিরিমেয় যুগ, কুণ্ঠিত তন্দ্রায়-
বয়ে গেছে চলিষ্ণু সময়-শোষকের হিংস্র ইচ্ছের দ্বিধাহীন নির্মমতায়
তবু সে সময় মুক্তির পিপাসার আজন্ম নীরব সাক্ষী।
ফ্যাঁকাসে অনুভূতির নিমজ্জনে বর্ণীল আলোকময় স্বপ্ন পিপাসা,
যেন শত শত কোটি নির্ঘুম রজনীর অন্ধকার ভেদে
নব আলোয় ধরিত্রী জেগে উঠবে আবার, বিজয়ের অহংকারে।
শূন্য চিত্তের প্রতিটি অঙ্গন ভরে উঠবে আরেকবার
অঙ্গারময় দহনের অবসানে, প্রেরণার তৃপ্ত আভার রুদ্রময়তায়,
হাজারো বিপ্লবীর দৃপ্ত কণ্ঠে উচ্চারিত হবে মুক্তির নিনাদ-.
শ্লোগানের বজ্রধ্বনিতে হবে দাসত্বের বস্ত্রহরণ।
শোষিতের চোখে সরু অশ্রুরেখা বিভেদ গড়বে সময়ের,ব্যর্থ চল্লিশের
সন্ন্যাসিনী সবিতারা এবার সত্যের প্রাপ্তিতে বলে উঠবে ‘পেয়েছি’।
শোষকের নয়,সময় এবার সারথি হবে শোষিতের,স্পৃহা হবে স্বপ্নের।
কেটে গেছে নিরবধি অনেক অপিরিমেয় যুগ, কুণ্ঠিত তন্দ্রায়-
বয়ে গেছে চলিষ্ণু সময়-শোষকের হিংস্র ইচ্ছের দ্বিধাহীন নির্মমতায়
তবু সে সময় মুক্তির পিপাসার আজন্ম নীরব সাক্ষী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ২২/১২/২০১৪
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ০৩/১২/২০১৪মুগ্ধ হলাম কবি
-
মনিরুজ্জামান শুভ্র ০২/১২/২০১৪অনেক ভাল লাগলো কবি । চমৎকার লিখনি ।
-
অ ০২/১২/২০১৪অনেক সুন্দর ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০২/১২/২০১৪সাথে আছি। অন্যায়ের এবার পরাজয় হবেই। আপনার লেখা পড়লেই আমার এমনটা বলতে মন চায়। চমৎকার উদ্দীপনামূলক লেখা।..................
-
রক্তিম ০২/১২/২০১৪বস্ত্রহরণ নাকি শৃঙ্খল মুক্ত । ভালো লেগেছে। মুক্তি পিপাসু আজন্ম নিরব সাক্ষী হযে ।
-
অনিরুদ্ধ বুলবুল ০২/১২/২০১৪কবিতাটিতে দেশপ্রেমের কুসুমিত আশা ও গভীর প্রত্যয়ের কথা সুনিপুন তুণিতে চিত্রায়িত হয়েছে। বিজয়ের মাসে এমন কবিতা আমাদেরকে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে। কবির জন্যে অপরিসীম ভালবাসা। 'বিজয়' ঠিক করে দিন কবি।
অপরাহ্নের শুভেচ্ছা -
ধন্যবাদ,কবি
শুভকামনা থাকলো