www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাধীনতার আগমন

কতটা সংগ্রামের পরে, কতটা রক্তের দামে
কতটা তাজা প্রাণের বলিদানে কতটা বিসর্জনের
অন্তিমে তোমায় পাওয়া হে স্বাধীনতা।
তোমাকে আনার জন্য শিল্পীর তুলি রঙ ছড়াল রক্তের।
রহস্যময়ী মোনালিসা নিমেষেই রূপ নিল
ভাগ্যাহত হরিদাসির মলিন বদন হয়ে।  
বিক্ষিপ্ত লাল সিঁদুর কপাল থেকে মুছে
ছড়িয়ে পড়লো দ্রোহের ক্যানভাসের প্রতিটি আঙ্গিনায়।
তোমাকে ছোঁয়ার জন্য ছন্দ বদলে গেলো কবিতার।
কবির কলমে চেতন হল বিজয়ের অবাধ্য হুংকার,
মুক্তির দুন্দুভি সুর তুলল প্রতিটি শব্দের অন্দরে।
তোমার উদার দর্শন পেতে কৃষকের হাত
লাঙ্গল ছেড়ে তুলে নিল বন্দুক, মুক্ত বাংলার আকাশে
লাল সবুজের তৃষ্ণায়, ছাত্র শিক্ষকের কোরাস কণ্ঠ
মুহূর্তেই রূপ নিল অধিকারের দৃপ্ত শ্লোগানে,
জল্পাই রঙ্গা ট্যাঙ্কের বুলেটি হুংকারে নেই ভ্রূক্ষেপ কারো।
হাসতে হাসতে বুকে বেয়োনেট নিল শত শত তাজা একুশ ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আপনার কবিতাগুলো পড়লে একটা নতুন উদ্যম পাই..................
  • ০১/১২/২০১৪
    বেশ ভালো লাগল ।
  • ভাল লিখেছেন।
  • রক্তিম ০১/১২/২০১৪
    এক নিশ্বাসে পরলাম আবার পরলাম । সত্যি সত্যি সামনে শত শত তাজা একুশ ।
  • শম্পা ০১/১২/২০১৪
    আপনাকে অভিনন্দন। খুব ভাল লাগল কবি। ভাল থাকবেন।
  • বাহ্!
  • মোহাম্মদ তারেক ০১/১২/২০১৪
    আপনার কবিতায় বরাবরের মতোই আমি অভিভূত।
    স্বাধীনতার মাসের শুরুতে এ ধরণের কবিতা মনকে উজ্জীবিত করে।
    চোখ এড়ানো কয়েকটা শব্দ..রহস্যমহী> রহস্যময়ী, ভাজ্ঞাহত> ভাগ্যাহত, সিদুর > সিঁদুর।
  • অনিরুদ্ধ বুলবুল ০১/১২/২০১৪
    যথার্থ কবিতা দিয়েই শুরু হোক বিজয়ের মাস। এ বিজয় চিরঅম্লান থাকুক সহস্র বৎসরে। খুব সুন্দর হয়েছে বন্ধু।
    সকাল বেলায় আপনার পোস্ট দেখে ভাল লাগল । আপনি ভাল আছেন তো?

    প্রভাতী শুভেচ্ছা নিন।
    • ধন্যবাদ কবি আপনার চমৎকার মন্তব্যের জন্য। খুব বেশী ভালো নেই। বাবা অসুস্থ। আবার ব্যাংকের ক্লোজিং এর মাস। এই নিয়ে বেশ ব্যস্ততা। তাই আসরে খুব বেশী নিয়মিত হতে পারি না।

      প্রভাতী শুভেচ্ছা রইলো।
 
Quantcast