স্বাধীনতার আগমন
কতটা সংগ্রামের পরে, কতটা রক্তের দামে
কতটা তাজা প্রাণের বলিদানে কতটা বিসর্জনের
অন্তিমে তোমায় পাওয়া হে স্বাধীনতা।
তোমাকে আনার জন্য শিল্পীর তুলি রঙ ছড়াল রক্তের।
রহস্যময়ী মোনালিসা নিমেষেই রূপ নিল
ভাগ্যাহত হরিদাসির মলিন বদন হয়ে।
বিক্ষিপ্ত লাল সিঁদুর কপাল থেকে মুছে
ছড়িয়ে পড়লো দ্রোহের ক্যানভাসের প্রতিটি আঙ্গিনায়।
তোমাকে ছোঁয়ার জন্য ছন্দ বদলে গেলো কবিতার।
কবির কলমে চেতন হল বিজয়ের অবাধ্য হুংকার,
মুক্তির দুন্দুভি সুর তুলল প্রতিটি শব্দের অন্দরে।
তোমার উদার দর্শন পেতে কৃষকের হাত
লাঙ্গল ছেড়ে তুলে নিল বন্দুক, মুক্ত বাংলার আকাশে
লাল সবুজের তৃষ্ণায়, ছাত্র শিক্ষকের কোরাস কণ্ঠ
মুহূর্তেই রূপ নিল অধিকারের দৃপ্ত শ্লোগানে,
জল্পাই রঙ্গা ট্যাঙ্কের বুলেটি হুংকারে নেই ভ্রূক্ষেপ কারো।
হাসতে হাসতে বুকে বেয়োনেট নিল শত শত তাজা একুশ ।
কতটা তাজা প্রাণের বলিদানে কতটা বিসর্জনের
অন্তিমে তোমায় পাওয়া হে স্বাধীনতা।
তোমাকে আনার জন্য শিল্পীর তুলি রঙ ছড়াল রক্তের।
রহস্যময়ী মোনালিসা নিমেষেই রূপ নিল
ভাগ্যাহত হরিদাসির মলিন বদন হয়ে।
বিক্ষিপ্ত লাল সিঁদুর কপাল থেকে মুছে
ছড়িয়ে পড়লো দ্রোহের ক্যানভাসের প্রতিটি আঙ্গিনায়।
তোমাকে ছোঁয়ার জন্য ছন্দ বদলে গেলো কবিতার।
কবির কলমে চেতন হল বিজয়ের অবাধ্য হুংকার,
মুক্তির দুন্দুভি সুর তুলল প্রতিটি শব্দের অন্দরে।
তোমার উদার দর্শন পেতে কৃষকের হাত
লাঙ্গল ছেড়ে তুলে নিল বন্দুক, মুক্ত বাংলার আকাশে
লাল সবুজের তৃষ্ণায়, ছাত্র শিক্ষকের কোরাস কণ্ঠ
মুহূর্তেই রূপ নিল অধিকারের দৃপ্ত শ্লোগানে,
জল্পাই রঙ্গা ট্যাঙ্কের বুলেটি হুংকারে নেই ভ্রূক্ষেপ কারো।
হাসতে হাসতে বুকে বেয়োনেট নিল শত শত তাজা একুশ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০২/১২/২০১৪আপনার কবিতাগুলো পড়লে একটা নতুন উদ্যম পাই..................
-
অ ০১/১২/২০১৪বেশ ভালো লাগল ।
-
মোহাম্মদ আমান উল্লাহ আমান ০১/১২/২০১৪ভাল লিখেছেন।
-
রক্তিম ০১/১২/২০১৪এক নিশ্বাসে পরলাম আবার পরলাম । সত্যি সত্যি সামনে শত শত তাজা একুশ ।
-
শম্পা ০১/১২/২০১৪আপনাকে অভিনন্দন। খুব ভাল লাগল কবি। ভাল থাকবেন।
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ০১/১২/২০১৪বাহ্!
-
মোহাম্মদ তারেক ০১/১২/২০১৪আপনার কবিতায় বরাবরের মতোই আমি অভিভূত।
স্বাধীনতার মাসের শুরুতে এ ধরণের কবিতা মনকে উজ্জীবিত করে।
চোখ এড়ানো কয়েকটা শব্দ..রহস্যমহী> রহস্যময়ী, ভাজ্ঞাহত> ভাগ্যাহত, সিদুর > সিঁদুর। -
অনিরুদ্ধ বুলবুল ০১/১২/২০১৪যথার্থ কবিতা দিয়েই শুরু হোক বিজয়ের মাস। এ বিজয় চিরঅম্লান থাকুক সহস্র বৎসরে। খুব সুন্দর হয়েছে বন্ধু।
সকাল বেলায় আপনার পোস্ট দেখে ভাল লাগল । আপনি ভাল আছেন তো?
প্রভাতী শুভেচ্ছা নিন।