জাগরণের সুর
দিচ্ছ বৃথাই সান্ত্বনা
চলছে ছলের মন্ত্রণা,
পাচ্ছে মানুষ যন্ত্রণা,
সইছে ভীষণ বঞ্চনা
করছে তোমার বন্দনা
তবে হে শাসক হোক জানা
মানুষ মোরা, যন্ত্র না
প্রতিবাদহীন মরবো না
শোকই শেষ দিগন্ত না,
উঠবো জেগে বুঝবে না
দুর্বার হয়ে, শান্ত না ।
ছলে মোরা বিভ্রান্ত না,
হই সাধারণ, দমবো না
সংখ্যায় মোরা কমতো না!
চলছে ছলের মন্ত্রণা,
পাচ্ছে মানুষ যন্ত্রণা,
সইছে ভীষণ বঞ্চনা
করছে তোমার বন্দনা
তবে হে শাসক হোক জানা
মানুষ মোরা, যন্ত্র না
প্রতিবাদহীন মরবো না
শোকই শেষ দিগন্ত না,
উঠবো জেগে বুঝবে না
দুর্বার হয়ে, শান্ত না ।
ছলে মোরা বিভ্রান্ত না,
হই সাধারণ, দমবো না
সংখ্যায় মোরা কমতো না!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ১৮/০১/২০১৫চমৎকার অন্তমিল ! অনেক ধন্যবাদ
-
অনিরুদ্ধ বুলবুল ২৮/১১/২০১৪'না' এর অনুপ্রাস বেশ ভাল লেগেছে। প্রেষনাময় ও উৎসাহব্যাঞ্জকও বটে। সুন্দর শব্দ চয়নে কবিতাটি আকর্ষণীয় হয়ে উঠেছে। 'বিভান্তনা' 'বিভ্রান্ত না' হবে?
শুভেচ্ছা নিন - -
রক্তিম ২৭/১১/২০১৪বেশ ভালো লাগলো । যা আগুনের ফুলকি তা একদিন দাবানল হবে ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/১১/২০১৪ভাজ্গ ঐ লৌহ কপাট..................
অসম্ভব উদ্দীপনা মূলক একটি কবিতা্ এই কবিতা পরে আমাদের প্রিয় কাজী নজরুল ইসলাম কে মনে পড়ে গেলো............. -
মোঃ আবদুল করিম ২৭/১১/২০১৪সত্যি মোরা মানুষ যন্ত্র না,লেখা ভালো হয়েছে