গুরুস্তুতি
আমি দ্রোণাচার্য কিংবা অগ্নিদেবকে দেখিনি,
দেখিনি ইন্দ্রের মহাশক্তি
কিংবা পাইনি কখনো অপরাজেয়
কোনো দিব্য গাণ্ডীব ধনুক ।
পেয়েছি কেবল মুক্তির শানিত অস্ত্র
তথা সত্য অনুসন্ধানী যুক্তি
প্রাপ্তি মম তব কৃপা তরে,
এ সত্য বসুধা জানুক।
দিকে দিকে আজি ধ্বনিত হোক
তোমারি মহিমা কীর্তি
যুগে যুগে আজ রচিত হোক
তোমার অমর নাম,
তুমি মহতি , আরাধ্য তুমি ,
মনুষ্য দেবমূর্তি
চিত্তে আমার দেবস্তুতি,
গুরু তোমায় প্রণাম।
দেখিনি ইন্দ্রের মহাশক্তি
কিংবা পাইনি কখনো অপরাজেয়
কোনো দিব্য গাণ্ডীব ধনুক ।
পেয়েছি কেবল মুক্তির শানিত অস্ত্র
তথা সত্য অনুসন্ধানী যুক্তি
প্রাপ্তি মম তব কৃপা তরে,
এ সত্য বসুধা জানুক।
দিকে দিকে আজি ধ্বনিত হোক
তোমারি মহিমা কীর্তি
যুগে যুগে আজ রচিত হোক
তোমার অমর নাম,
তুমি মহতি , আরাধ্য তুমি ,
মনুষ্য দেবমূর্তি
চিত্তে আমার দেবস্তুতি,
গুরু তোমায় প্রণাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ১৮/১২/২০১৪হে মহামানব একবার এস ফিরে। মানুষের মুক্তি মানুষ খুঁজে নেবে । ডুবন্ত অবস্থায় একটু শ্বাস নেবার জন্য প্রাণ আকুলি বিকুলি করে , মুক্ত বায়ু সেবন করে বলতে হ্য় আহ আজ মুক্তি হল হলো নব জন্ম ।
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ২৭/১১/২০১৪অনবদ্য স্তুতি ৷ তবে বাহুল্যতা না করলে আরও ভালো লাগতো ৷
-
মোহাম্মদ তারেক ২৬/১১/২০১৪স্তুতিতে বাহুল্য প্রবনতা লক্ষ্যনীয় কবি।
কিছু স্তুতি আছে তা স্রষ্টার জন্য তুলে রাখতে হয়। -
শম্পা ২৬/১১/২০১৪অসাধারন।
-
মোঃ আবদুল করিম ২৬/১১/২০১৪এক কথায় খুবই ভালো হয়েছে