মানবতার কাব্য
আমি জীবন দিয়ে স্বপ্ন গড়ি
তুমি দ্বিধার গল্প বলো।
আমি বাঁচার অধিকারে লড়ি,
তুমি রক্তের হোলি তোলো।
আমি জন্মেছি শুধু শোষিত হতে
তোমার আছে মারণাস্ত্র
আমি নির্বিচারে গুলি খেয়ে মরি
নিশ্চুপ কানুন-শাস্ত্র ।
আমার ঘরেই রক্তাক্ত আমি
তোমার হিংস্র থাবার আঘাতে ।
বিশ্ব মানবতা লুণ্ঠিত হলো
তোমার পাশবিক কালো হাতে।
তবু জেগে রই , নিথর নয়নে
মুক্তির আশা বুনে।
তোমার বিনাশ হবেই বৈকি,
শান্তি আসবে ভুবনে।
তুমি দ্বিধার গল্প বলো।
আমি বাঁচার অধিকারে লড়ি,
তুমি রক্তের হোলি তোলো।
আমি জন্মেছি শুধু শোষিত হতে
তোমার আছে মারণাস্ত্র
আমি নির্বিচারে গুলি খেয়ে মরি
নিশ্চুপ কানুন-শাস্ত্র ।
আমার ঘরেই রক্তাক্ত আমি
তোমার হিংস্র থাবার আঘাতে ।
বিশ্ব মানবতা লুণ্ঠিত হলো
তোমার পাশবিক কালো হাতে।
তবু জেগে রই , নিথর নয়নে
মুক্তির আশা বুনে।
তোমার বিনাশ হবেই বৈকি,
শান্তি আসবে ভুবনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাসুম মুনাওয়ার ১০/১১/২০১৪ভাল লাগল
-
মনিরুজ্জামান শুভ্র ০৫/১১/২০১৪সুন্দর লিখেছেন কবি । তবে কিছু কিছু জায়গায় ছন্দ পতন হয়েছে । তবে ভাবনাটা চমৎকার ...। ভাল থাকবেন ।
-
রইসউদ্দিন গায়েন ০৫/১১/২০১৪আপনার কবিতার বিষয়-বস্তু ভাল। আমার মনে হয় এ ধরণের কবিতা ছন্দ-সংশয়ে আবদ্ধ না রাখাই ভাল। উদাহরণস্বরূপ 'তোমার আছে মারণাস্ত্র'-এর সঙ্গে 'নিশ্চুপ কানুন শাস্ত্র' মেলাতে গিয়ে কবিতায় ছন্দ-বিভ্রান্তি ঘটেছে। ছন্দশাস্ত্রের ভাষায় 'ছন্দপতন' হয়েছে। এখানে আরও কিছু শব্দ প্রয়োগের ক্ষেত্রে তেমনই হয়েছে। এসব সংশোধন করলে,আপনার কবিতা অনেক সুন্দর হবে! একজন সাধারণ পাঠক হিসাবে আমার যা মনে হ'ল বললাম। কারণ মিথ্যে প্রশংসা করে তো লাভ নেই। আর একটা কথা আমরা অনেকেই বানান ভুল করি। আমারও কখনও ভুল হয়,তাই বলে 'নাড়া দিল' না ব'লে কেউ যদি 'নারা দিল' লেখেন, চোখ মেনে নিতে পারে না। এসব বিষয়ে একটু যত্নশীল হলে,মন্তব্য প্রকাশ করতেও ভাল লাগে। ভাল থাকুন! আরও নতুন কবিতা লিখুন!
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৫/১১/২০১৪বাস্তবতার নিরিখে চমৎকার লেখনী।
-
মাহাদী সাগর ০৫/১১/২০১৪হ্যা...।। সত্যিই সুন্দর কবিতা
-
মুহা, লুকমান রাকীব ০৫/১১/২০১৪সুন্দর হয়েছে ওগো ভাই কবি
নারা দিল মন, নারা দলি সবি।। -
অনিরুদ্ধ বুলবুল ০৫/১১/২০১৪হা, এই আশাবাদ নিয়ে আমাদের বেঁচে থাকা -
"তোমার বিনাশ হবেই বৈকি
শান্তি আসিবে ভূবনে"
অতি সাধারণ ভাবে উপস্থাপিত লেখাটি ভাষা ও বৈচিত্রে হৃদয় কাড়া।
অভিনন্দন বন্ধু। -
রক্তিম ০৫/১১/২০১৪মুক্তির দিন যারা গোনে তারা প্রতিবাদের পথ ধরে হাঁটে।