www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাগরণী আওভানে

শব্দগুচ্ছ কথা বলুক নির্মলের ,
কন্ঠ আজ গান গেয়ে যাক সাম্যের ।
উদ্যত হাত মুষ্ঠি গড়ুক বিপ্লবী স্লোগানের।
ঘুমন্ত মানুষ জেগে উঠুক ওই শোষক তাবেদার
আর নিপীড়কের আজন্ম নিধনে।
শত বিপ্লবীর রক্ত মাখা মাটির উর্বরতা
জন্ম দিক আজ নবযুগের ক্ষুদিরাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোহাম্মদ তারেক ০৩/১১/২০১৪
    হাতের শেকলে যখন টান পড়ে তখন প্রতিবাদী হয় কিছু বুক, কিছু মুষ্ঠি আকাশের সামিয়ানা ছূঁতে চায়, কিছু চোখে জ্বলজ্বল করে ক্ষয়িত সমাজ পোড়ানোর আগুন, জেগে উঠে কিছু নিভুপ্রায় স্ফূলিঙ্গ..... নব ক্ষুদিরামের আবির্ভাব হয় তখনি... শেকলে পড়েছে টান, এখন শুধু অপেক্ষার পালা...
    আমি মুলত স্বপ্নের ঘোরে থেকে কলম চালাই, যখনই আপনার কবিতায় দ্রোহ মূর্তিমান হয়ে উঠে তখনই চোখ কচলিয়ে জাগতে ইচ্ছে হয়। বদলানোর অসম্ভব টান অক্ষরের অগ্নিগর্ভে।
    • আমার কবিতার চেয়ে আপনার মন্তব্যটিই বেশী স্পৃহা জাগানিয়া কবি। আপনার কবিতার মতো এই চমৎকার মন্তব্যও আমাকে অনুরণিত করেছে।
  • রক্তিম ০৩/১১/২০১৪
    জাগো মানুষ জাগো, কিছু তো করতেই হবে ।প্রতিববাদের ভাসা বজ্র মুঠি ।
  • অনিরুদ্ধ বুলবুল ০৩/১১/২০১৪
    কবিতার আসরে তো পড়লামই!
    একই লেখা দুই পাতায় একই দিনে না দিয়ে কয়েকদিন আগুপিছু দেয়া ভাল। তাতে কিছু বাড়তি পাঠক মিলে।

    ভাল থাকুন।
  • আজ গর্জে উঠুক সব সত্যের দল। ভালো লাগলো আপনার কবিতাটি।
 
Quantcast