জাগরণী আওভানে
শব্দগুচ্ছ কথা বলুক নির্মলের ,
কন্ঠ আজ গান গেয়ে যাক সাম্যের ।
উদ্যত হাত মুষ্ঠি গড়ুক বিপ্লবী স্লোগানের।
ঘুমন্ত মানুষ জেগে উঠুক ওই শোষক তাবেদার
আর নিপীড়কের আজন্ম নিধনে।
শত বিপ্লবীর রক্ত মাখা মাটির উর্বরতা
জন্ম দিক আজ নবযুগের ক্ষুদিরাম।
কন্ঠ আজ গান গেয়ে যাক সাম্যের ।
উদ্যত হাত মুষ্ঠি গড়ুক বিপ্লবী স্লোগানের।
ঘুমন্ত মানুষ জেগে উঠুক ওই শোষক তাবেদার
আর নিপীড়কের আজন্ম নিধনে।
শত বিপ্লবীর রক্ত মাখা মাটির উর্বরতা
জন্ম দিক আজ নবযুগের ক্ষুদিরাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ তারেক ০৩/১১/২০১৪
-
রক্তিম ০৩/১১/২০১৪জাগো মানুষ জাগো, কিছু তো করতেই হবে ।প্রতিববাদের ভাসা বজ্র মুঠি ।
-
অনিরুদ্ধ বুলবুল ০৩/১১/২০১৪কবিতার আসরে তো পড়লামই!
একই লেখা দুই পাতায় একই দিনে না দিয়ে কয়েকদিন আগুপিছু দেয়া ভাল। তাতে কিছু বাড়তি পাঠক মিলে।
ভাল থাকুন। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৩/১১/২০১৪আজ গর্জে উঠুক সব সত্যের দল। ভালো লাগলো আপনার কবিতাটি।
আমি মুলত স্বপ্নের ঘোরে থেকে কলম চালাই, যখনই আপনার কবিতায় দ্রোহ মূর্তিমান হয়ে উঠে তখনই চোখ কচলিয়ে জাগতে ইচ্ছে হয়। বদলানোর অসম্ভব টান অক্ষরের অগ্নিগর্ভে।