মেহের চত্বর
মেহের চত্বর- ক্লাস ফাঁকি দেয়া অলসতা ভরা সকাল
মেহের চত্বর- গুমোট দুপুর, স্নিগ্ধ শান্ত বিকাল।
মেহের চত্বর- দৃপ্ত শ্লোগান, গনসঙ্গীত ঝংকার
মেহের চত্বর- উদ্ভ্রান্ত সেই একুশের অহংকার ।
মেহের চত্বর- অভিমানী গান, বিরহ জড়ানো সুর
মেহের চত্বর- মান ভাঙানো চেষ্টার এক দুপুর,
মেহের চত্বর- এক কাপ চা, সিগারেট হাতে জ্বলত
মেহের চত্বর- হৃদয় শুধু তোমারই কথা বলতো।
মেহের চত্বর- গোধূলি বেলায় আড্ডা মুখর প্রহর
মেহের চত্বর- প্রকৃতির ভিড়ে দূরে রেখে সব শহর,
মেহের চত্বর- হাতে রেখে হাত প্রেমের কবিতা বলা
মেহের চত্বর- দ্রোহের কাব্যে প্রতিবাদী সুর তোলা।
মেহের চত্বর- মুখরিত র্যালি, অনাবিল সব উচ্ছ্বাস
মেহের চত্বর- ভুলবোঝাবুঝি অনুযোগ, দীর্ঘশ্বাস।
মেহের চত্বর-স্মৃতি জড়ানো হৃদয়ের ফ্রেমে অমলিন
মেহের চত্বর- প্রতিবাদহীন সময়ের স্রোতে বিলীন।
মেহের চত্বর- গুমোট দুপুর, স্নিগ্ধ শান্ত বিকাল।
মেহের চত্বর- দৃপ্ত শ্লোগান, গনসঙ্গীত ঝংকার
মেহের চত্বর- উদ্ভ্রান্ত সেই একুশের অহংকার ।
মেহের চত্বর- অভিমানী গান, বিরহ জড়ানো সুর
মেহের চত্বর- মান ভাঙানো চেষ্টার এক দুপুর,
মেহের চত্বর- এক কাপ চা, সিগারেট হাতে জ্বলত
মেহের চত্বর- হৃদয় শুধু তোমারই কথা বলতো।
মেহের চত্বর- গোধূলি বেলায় আড্ডা মুখর প্রহর
মেহের চত্বর- প্রকৃতির ভিড়ে দূরে রেখে সব শহর,
মেহের চত্বর- হাতে রেখে হাত প্রেমের কবিতা বলা
মেহের চত্বর- দ্রোহের কাব্যে প্রতিবাদী সুর তোলা।
মেহের চত্বর- মুখরিত র্যালি, অনাবিল সব উচ্ছ্বাস
মেহের চত্বর- ভুলবোঝাবুঝি অনুযোগ, দীর্ঘশ্বাস।
মেহের চত্বর-স্মৃতি জড়ানো হৃদয়ের ফ্রেমে অমলিন
মেহের চত্বর- প্রতিবাদহীন সময়ের স্রোতে বিলীন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ০১/১১/২০১৪মেহের চত্বরে প্রতিবাদের বীজ লুকিয়ে থাকে । তা ধীরে ধীরে মহীরূহে পরিনত হ্য়। ভালো খুব ভাল...
-
অনিরুদ্ধ বুলবুল ০১/১১/২০১৪ছাত্রজীবনের স্মৃতি-বিধুর 'নস্টালজিয়া'য় খানিকটা সময় আচ্ছন্ন করে রাখলো। ভাল লেগেছে কবি।
আমার কাছে সবচে' সহজ (বিনি পয়সায় উপদেশ বিলানো) তিনটি কাজের একটি কাজ করি? 'মান ভাঙানোর চেষ্টা এক দুপুর' এ 'ভাঙানো'র 'র' ভাঙিয়ে এনে 'চেষ্টা'র সাথে জুড়ে দিলে ভাবটার রকমফের........? -
শিমুল শুভ্র ৩০/১০/২০১৪মেহের চত্বর কে দারুন ভাবে সাজালেন কবিতায় -
একটু ভিন্নতা - তবে ভালো লাগার সফলতা সেখানে , দারুণ শব্দের চাষ ঘটেছে কবিতায় বেশ ভালো লাগলো । -
মনিরুজ্জামান শুভ্র ২৯/১০/২০১৪ভিন্নতা ... ভাল লাগলো কবি ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৯/১০/২০১৪মেহের চত্বর মেহের চত্বর
তুমি আমার আমি তোমার -
মোহাম্মদ তারেক ২৯/১০/২০১৪স্মৃতি রোমন্থিত কবিতা, ভাল লাগা প্রতি পরতে। চত্বর এক জায়গায় চত্তর, মেহের -মহের হয়ে গেছে। মুখোর> মুখর। দেখে নিন বন্ধু। অসাধারণ ছন্দমালা...