www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতারিত বোধের অবসানে

বিপন্ন বোধে অবলুপ্ত মানবিকতা আজ সহসাই
নিয়ন আলোর আধুনিকতায় মহোৎসবে মত্ত
উঁচু দালানের সুসজ্জিত লালনীল আলোয় উদাত্ত
কবিতার বই তো সেকেলে সংস্কৃতি, দামী মুঠোফোন
মাঝরাতে বিজাতীয় সংস্কৃতির নির্লজ্জ উদযাপন
আঘাতে বঞ্চনায় বিবর্ণ মূল্যবোধ, হাসে লালসাই।

আমাদের হৃদয়ের প্রতিটি আঙিনা হেথায়  
লালসার  লিকলিকে কালো জিভের দংশনে
ক্ষতবিক্ষত। প্রেম তাই লীন হয় আত্মগোপনে
দেশত্ববোধ এখানে উপহাসে আলোচিত
বিপ্লবীর রুদ্র সত্ত্বা এখানে অসার- মৃত
সাম্যের  অভীপ্সা নিরবে কেঁদে যায়।

পথভ্রষ্ট সময়ের অবসানে শুভ সূচনা হবে নব প্রভাতের?
অসহায়ের ক্রন্দন স্বর মুহূর্তেই  হবে মুক্তির উদাত্ত শ্লোগান
পোশাকে নয়, চেতনায় ধারিত হবে সংস্কৃতির মান
সাম্য কেবল কবিতার বদ্ধ অক্ষরে নয়, উদ্ভাসিত হবে  
রক্তিম আভা হয়ে সমাজের প্রচ্ছদে, প্রতিটি হৃদয়ের অনুভবে।
নতুন দিনের সূর্য উঠবে বিদায়ে আঁধার রাতের?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোহাম্মদ তারেক ২৭/১০/২০১৪
    "অবলুপ্ত মানবিকতা"--- যথার্থই। অবসানের প্রতীক্ষায়.... সুন্দর কথামালায় ভূষিত কবিতাটি। ভাল লাগা প্রতি অক্ষরে....
  • অনেক ভাল হয়েছে কবি বন্ধু । পড়ে ভাল লাগলো ।
  • বেশ ভাল। তবে দেখে শুনে প্রকাশ করা ভাল।
  • সুরজিৎ সী ২৭/১০/২০১৪
    খুবই ভালো লাগলো। শুভেচ্ছা রইল কবি,
  • অনিরুদ্ধ বুলবুল ২৭/১০/২০১৪
    অনেক তাড়াহুড়া হয়েছে কবি। খেয়াল করেন নি; একটুঅগোছালো হয়ে গেছে। দেখে নিন -
    উচু>উঁচু, আত্মগপনে>আত্মগোপনে, বইতো> বই তো, উৎজাপন>উদযাপন (সন্দিহান, দেখে নিবেন),
    এখানে 'ধারিত' কি ধারণকৃত না ধাবিত?
    • যথার্থই ধরেছেন কবি। আমি ফাইনাল চেক না করেই পোস্ট করে দিয়েছি। এখনি ঠিক করে নিচ্ছি। ধন্যবাদ আপনাকে।
 
Quantcast