অন্তিম প্রাপ্তি
তেমনি তাহারে চেয়েছিনু
যেমনি তোমারে পাবার আকাঙ্ক্ষা
তাহারে পাইলাম
সমাধি মম সিক্ত নারী তব অশ্রুজলে
স্পর্শ নয়, প্রেম নয়, করুনা নয়,
এমনকি বৃথা সান্ত্বনাও নয়।
না নারীসুলভ ছলনাও নয়।
পাইলাম তব অশ্রুভেজা পুষ্পমাল্য।
যখন হৃদয়ে স্পন্দন ছিল,
যাতনা ছিল, ছিল প্রগাঢ় অভিমান
মেলেনিকো কভু ক্ষণিক ভ্রান্তিতে
তব অস্ফুট আহ্বান।
অতঃপর প্রাণহীন- কায়াহীন সত্ত্বায়
অন্তিম অনুভবে পাইলাম
তোমার কায়াময় উপস্থিতি আর
ক্রন্দন হাহাকার।
যেমনি তোমারে পাবার আকাঙ্ক্ষা
তাহারে পাইলাম
সমাধি মম সিক্ত নারী তব অশ্রুজলে
স্পর্শ নয়, প্রেম নয়, করুনা নয়,
এমনকি বৃথা সান্ত্বনাও নয়।
না নারীসুলভ ছলনাও নয়।
পাইলাম তব অশ্রুভেজা পুষ্পমাল্য।
যখন হৃদয়ে স্পন্দন ছিল,
যাতনা ছিল, ছিল প্রগাঢ় অভিমান
মেলেনিকো কভু ক্ষণিক ভ্রান্তিতে
তব অস্ফুট আহ্বান।
অতঃপর প্রাণহীন- কায়াহীন সত্ত্বায়
অন্তিম অনুভবে পাইলাম
তোমার কায়াময় উপস্থিতি আর
ক্রন্দন হাহাকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ১৯/১১/২০১৪কেন এমন হ্য় ? যা চাই তা কেন পাইনা ? পেলে তো আপনি এত সুন্দর বর্ণমালার কবিতা প্রকাশ করতেন না । অভিনন্দন গ্রহণ করবেন।
-
একনিষ্ঠ অনুগত ২৬/১০/২০১৪সুন্দর লিখেছেন।।
-
মনিরুজ্জামান শুভ্র ২৬/১০/২০১৪ভাল লাগলো কবি বন্ধু, শুভেচ্ছা রইলো।
-
বেনামী পত্তনদার ২৬/১০/২০১৪অন্তিম অনুভবে পাওয়ার আশায় দিন গুনছি এখনো
-
অনিরুদ্ধ বুলবুল ২৬/১০/২০১৪শিখার মানসেই প্রশ্নটা রাখছি কবি;
'আওভান' দিয়ে ভাব প্রকাশের কোন ব্যত্যয় হয় নি তবু - বাংলায় ইতোপূর্বে আহ্বান শব্দটি এভাবে শুনি নি তাই?
অন্তিম প্রাপ্তি যত না সুখের তারো বেশী বেদনার! -
মোহাম্মদ তারেক ২৬/১০/২০১৪হোক না তা অন্তিমে তবুও বা কম কিসে, তবুও তা লিখা হয়ে গেল প্রাপ্তির খাতায়। ভাল লাগল কবিতাটি।
অশ্রুজ্বলে> অশ্রুজলে
প্রগার> প্রগাঢ়
প্রানহীন> প্রাণহীন
সত্তায়> সত্ত্বায় -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৬/১০/২০১৪অন্তিম অনুভবে পাইলাম তোমারে। ভালো লাগলো।
-
মুহা, লুকমান রাকীব ২৬/১০/২০১৪কবিতা পড়ে প্রাণটা জোরে গেল। এতো হাহাকার কেন কবি?