নিবির্যের লজ্জা
আজন্ম পাপের বিকট মুখবয়ব এর
প্রলয় হুঙ্কারে বিপন্ন বোধ.
অনন্ত রাত্রির মত যাপিত জীবন.
কখনো বা স্ফিত হয়ে আসে
নৈরাশ্যের দুরন্ত ডানা.
একদা কোনো পৌষের রাতে জড়তার বিসর্জনে
যে চেতনায় পাখা মেলত বিপ্লবের উত্তাপ
আজ নিথর রাতের নির্বিকার চাদরে ঢাকা
এই চেতনার মৃত কায়া-
নিবীর্যতায় লাশ কাটা ঘরে।
রাত জাগা চোখে আর জেগে ওঠে না
অজস্র মুক্তিকামী মানুষের মুক্তির আর্তনাদ.
আগামী দিনের স্বার্থ অন্বেষণে চোখ
খুঁজে নেয় দায়মুক্ত ছুঁচো জীবন ।
প্রলয় হুঙ্কারে বিপন্ন বোধ.
অনন্ত রাত্রির মত যাপিত জীবন.
কখনো বা স্ফিত হয়ে আসে
নৈরাশ্যের দুরন্ত ডানা.
একদা কোনো পৌষের রাতে জড়তার বিসর্জনে
যে চেতনায় পাখা মেলত বিপ্লবের উত্তাপ
আজ নিথর রাতের নির্বিকার চাদরে ঢাকা
এই চেতনার মৃত কায়া-
নিবীর্যতায় লাশ কাটা ঘরে।
রাত জাগা চোখে আর জেগে ওঠে না
অজস্র মুক্তিকামী মানুষের মুক্তির আর্তনাদ.
আগামী দিনের স্বার্থ অন্বেষণে চোখ
খুঁজে নেয় দায়মুক্ত ছুঁচো জীবন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২২/১০/২০১৪শেষের দু'লাইন খুব ভালো লাগলো।।
-
অনিরুদ্ধ বুলবুল ২২/১০/২০১৪"আগামী দিনের স্বার্থ অন্বেষণে চোখ
খুঁজে নেয় দায় মুক্ত ছুঁচো জীবন" - যেন দায়মুক্তির অনবদ্য প্রকাশ ।
ভাল লাগল গুরু। অভিনন্দন। -
মনিরুজ্জামান শুভ্র ২১/১০/২০১৪চমৎকার লাগলো । আজ লাশ কাঁটা ঘরে শুধু বিপ্লবই না একে একে মানবাতার শেষ গুনটুকো ঐ লাশ কাঁটা ঘরে যাওয়ার দীর্ঘ লাইনে আছে । অনেক ভাল লাগলো কবি ।
-
মোহাম্মদ তারেক ২১/১০/২০১৪' যে চেতনায় পাখা মেলত বিপ্লবের উত্তাপ'...চেতনা আজ অর্ধমৃত..গোড়ালিতে নেই বল, পেশীতে ঝিমানো রক্তের গড়াগড়ি......মুষ্টিবদ্ধ উত্তোলিত হাত চাই কবি, তবেই মুক্তি। ভাল লাগল লেখাটা।