www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হতাশার কবি

আজ  স্বপ্নভুকের বিভত্স  গোগ্রাস
চিত্ত কাননে চেয়ে দেয় ত্রাস
যুগান্তরের কবি আর্তনাদে কয়
যন্ত্রণার কালো মেঘ পুঞ্জ কি তবে চির অক্ষয়!

আজ অন্ধকারের অহংবোধে
কাব্য কন্ঠ কাঁদে অবরোধে.
পান্ডুলিপির অন্তপুরে জমে ঘন ক্লান্তি
হঠাৎ এসে আঁকড়ে ধরে নিরর্থকতার ভ্রান্তি .

শিল্পীর তুলি হয় দিয়াশলায়ের কাঠি
চঞ্চলা কোনো তরুনীর মুখ অদৃশ্যের সহপাঠি
চন্দ্র হেথায় ডুব দিল চির অন্ধকারের বক্ষে
কবির কলম জাগবে কি কভু অদূর শুক্লপক্ষে ??
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ২০/১০/২০১৪
    ওয়াও... শেষের আর্তিটা দারুণ...
  • আমার কাছে মনে হয় হতাশার মাঝেই কবি,লেখকদের
    জন্ম।হতাশার ভিতর ,বাহিরে যে নেশাভাব আছে তা কবিতায় লিপিবদ্ধ করাই কবির আসক্তি,শান্তি,স্বস্তি ইত্যাদি ।
  • সুন্দর লিখেছে কবি বন্ধু । অনেক ভাল লাগলো ।
    পান্ডলিপি > পাণ্ডলিপি
    তরুনীর > তরুণী
  • পার্থ সাহা ১৯/১০/২০১৪
    sundor hoice
  • বরাবরের মতই আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে।
  • চমৎকার
  • অনিরুদ্ধ বুলবুল ১৯/১০/২০১৪
    হতাশ হবেন না কবি।
    কখনো কিছু বিষয়কে কেবলই নিরর্থক বলে মনে হলেও কোনকালে দেখবেন তাই স্বর্ণসমোজ্জ্বল।

    ভাল থাকুন, শুভেচ্ছা।
  • আফরান মোল্লা ১৯/১০/২০১৪
    খুব সুন্দর ভাবনা।ভালো লাগলো॥
 
Quantcast