www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিচ্যুত সময়ের বিভ্রান্তিতে

বিচ্যুত সময়ের বিভ্রান্তিতে পথভ্রষ্ট হই বারবার
কবেকার কোন অতীতের গৌরবময় অনুভূতি
সময়ের বিপরীতে দাড়িয়ে অঙ্গার- অসার।
মৌন বিকেলের অন্তিমে গোধূলির আবছায়া মায়ায়
সজীবতায় আর উদ্বেলিত নই, আসন্ন রাতের
বিকটতায় ভয়ার্ত থাকি, মূর্ছে যাই প্রতিনিয়ত।

নিরবধি নদীর মতো বয়ে চলে সময়
স্বার্থপরতায় বিভোর হয়ে, কখনোবা প্রচলিত নিয়মের
নির্লজ্জ দাসত্বে।ক্লান্ত অনুভূতি বিবর্ণ হয় বর্তমানের
ধেয়ে আসা নিষ্ঠুর ঝড়ে। নিরুপায় দুমড়ে যাই,
ভেবেছিলাম অন্তর্ধানেই মিলবে মুক্তি। অথচ
আজ বোধ করি মুক্তি কেবল সয়ে যাওয়া নিষ্পেষণেই।

অবোধ লাম্পপোস্ট, কেবল আলো বিলিয়ে দীর্ঘ করে
শবছায়া- সুবিধাবাদী রাত্রি বাহবা নেয় ভয়াল
অন্ধকারের দুর্ভেদ্য গাউন জড়িয়ে, আড়ালে রেখে
নিপীড়িতের শোক, ক্রন্দনস্বর।কবিতাবলি লাঞ্ছিত হয়
অসাম্যের বিদ্রুপে। ঠাই পায় অসার জড় জঞ্জালরূপে
দম্ভজড়ানো স্টাইলিস্ট আসবাবের কোনায় কোনায়।

নিমেষে কবিতাকে দেয়া হয় বেআইনির গ্লানি
প্রেম হয়ে যায় অচ্ছুত লজ্জা, নারী হয় বারবনিতা,
বিপ্লবীর তাজা রক্তে ক্রমশ স্নানরত কুণ্ঠিত সমাজ।
সুধাংশুরা আজ হয়তো পালায়না আর
মুখ বুজে মেনে নেয় অদৃষ্টের পরিহাস, সান্ত্বনা
পায় কবিদের নিষিদ্ধ কবিতার নীরব প্রতিবাদে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পরিপূর্ণ আধুনিক কবিতা
  • সুন্দর ভাবনা।
  • ভাল লাগলো , গভির ভাবে কাব্যরসে ভরা একটি চমৎকার কবিতাটা । অনেক ভাল লিখেছেন কবি।
  • শিমুল শুভ্র ১৫/১০/২০১৪
    দাড়িয়ে > দাঁড়িয়ে অঙ্গার
    কবিতায় কঠিন ভাব এবং দারুণ শব্দ চাষ করেছেন , বড় ভালো লাগলো , ভালো থাকুন ।
  • সুধাংশুরা আজ হয়তো পালায়না আর। বেশ ভালো লাগলো....................
 
Quantcast