স্বপ্নের বৈরিতা
রাত্রির সীমাহীন বিরুদ্ধতা
স্বপ্নভুক পিশাচের অবাধ চরাচর।
এখানে বাতাসে শ্রমিকের মৃত শরীরের গন্ধ
এখানে ঈশ্বরের চোখে পরাজিতের গ্লানি,
মুক্তির প্রতীক্ষায় ধরা।
জেগে ওঠেনা আর বিপ্লবের ক্লান্ত কায়া
চোখ মেলে দেখি মুক্তির সমাধি
আবহে বাজে শোষিতের আর্তনাদ
রক্ত ঘামে উর্বর ওই পুঁজিবাদের পদতল।।
স্বপ্নভুক পিশাচের অবাধ চরাচর।
এখানে বাতাসে শ্রমিকের মৃত শরীরের গন্ধ
এখানে ঈশ্বরের চোখে পরাজিতের গ্লানি,
মুক্তির প্রতীক্ষায় ধরা।
জেগে ওঠেনা আর বিপ্লবের ক্লান্ত কায়া
চোখ মেলে দেখি মুক্তির সমাধি
আবহে বাজে শোষিতের আর্তনাদ
রক্ত ঘামে উর্বর ওই পুঁজিবাদের পদতল।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ১৪/১০/২০১৪অসাধারন
-
মনিরুজ্জামান শুভ্র ১৪/১০/২০১৪চমৎকার কবিতা। গভির কাব্যরসে ভরা । অনেক ভাল লাগলো কবি বন্ধু ।
-
জসীম উদ্দীন মুহম্মদ ১৪/১০/২০১৪বেশ গভীর ভাব -----!!
-
দীপ ১৪/১০/২০১৪এক কাথায় দারুন...।।
-
উদ্বাস্তু নিশাচর ১৪/১০/২০১৪দারুণ
-
মোহাম্মদ তারেক ১৪/১০/২০১৪স্রমিকের>শ্রমিকের হবে নাকি! বাস্তবতার নিদয় চিত্র.. পড়তে ভাল লাগল।