দুঃস্বপ্নের পোস্টমর্টেম
নৈমিত্তিক কুণ্ঠায় বিপন্ন বোধ,
এখানে স্বপ্নের আকাশে আহত বাস্তবের
থমথমে কালো মেঘ
নৈশব্দ আর্তনাদে অভিশপ্ত যযাতি।
আমার কাছে জ্যোৎস্নার ঢল
এখন আর উদার স্বপ্নের
মোহময় যাতনা নয়,
নিয়ম মেনে রাত্রির বক্ষে
চুরি করা খানিকটা আলো
বিলিয়ে দেয়ার সান্তনা।
এখানে স্বপ্নের আকাশে আহত বাস্তবের
থমথমে কালো মেঘ
নৈশব্দ আর্তনাদে অভিশপ্ত যযাতি।
আমার কাছে জ্যোৎস্নার ঢল
এখন আর উদার স্বপ্নের
মোহময় যাতনা নয়,
নিয়ম মেনে রাত্রির বক্ষে
চুরি করা খানিকটা আলো
বিলিয়ে দেয়ার সান্তনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ০২/১০/২০১৪বাহ ... বেশ লিখেছেন ...। চুরি করা খানিক্টা আলো বিলিয়ে দেয়ার সান্তনা ...।। চমৎকার লাগলো ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০২/১০/২০১৪খুবই চমৎকার কাব্যিকতা।
-
মুহাম্মাদ শরীফুজ্জামান ০২/১০/২০১৪বাহ্!! দারুণ লিখেছেন। সম্পূর্ণ ভাল লাগা থাকল।
-
স্বপন রোজারিও(১) ০২/১০/২০১৪দারুণ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০২/১০/২০১৪সুন্দর...................
-
চূড়ান্ত ০২/১০/২০১৪ভালো লাগছে। অনেকটাই গভিরে ঢুকে লিখছেন।ধন্যবাদ।
-
মোহাম্মদ তারেক ০২/১০/২০১৪স্বপ্নের আকাশ সর্বদাই নির্মল হয়....বাস্তবতার মেঘগুলো ভেসে বেড়ায় সেখানে..কিন্তু আশার কথা মেঘ কখনো স্থায়ী স্থির হয়ে থাকেনা....ভাল লাগল কবিবন্ধু।