সীমার ওপাশে
গাঢ় সিগারেটের ধোঁয়া
চারপাশ মৌনতা আর স্থবিরতায় ছয়লাব
প্রাণের উন্মাদনায় বিভোর স্বপ্নগুলো
নিষ্প্রাণের আলিঙ্গনে বাস্তব
স্থির সিলিং ফ্যানের গায়ে
জমে ওঠা ধুলো-
বুকশেলফের বুকে ক্রমশ বেড়ে ওঠা
মাকড়শার ঝুল
মেঝের উপর ছেঁড়া কাগজের স্তুপ
যেথায় সুপ্ত-
হাজার বর্ণের সমন্বয়ে জন্ম নেয়া
ভালোবাসার ছবি- কবিতাবলি।
ম্রিয়মাণ সব
ক্লেদাক্ত পাপস, ছাইয়ে ভরা অ্যাশট্রে
আর
পরাজয়ের বিদগ্ধ কিছু ক্ষতসমেত
একটি হৃদয়
একটি ভুবন।
চারপাশ মৌনতা আর স্থবিরতায় ছয়লাব
প্রাণের উন্মাদনায় বিভোর স্বপ্নগুলো
নিষ্প্রাণের আলিঙ্গনে বাস্তব
স্থির সিলিং ফ্যানের গায়ে
জমে ওঠা ধুলো-
বুকশেলফের বুকে ক্রমশ বেড়ে ওঠা
মাকড়শার ঝুল
মেঝের উপর ছেঁড়া কাগজের স্তুপ
যেথায় সুপ্ত-
হাজার বর্ণের সমন্বয়ে জন্ম নেয়া
ভালোবাসার ছবি- কবিতাবলি।
ম্রিয়মাণ সব
ক্লেদাক্ত পাপস, ছাইয়ে ভরা অ্যাশট্রে
আর
পরাজয়ের বিদগ্ধ কিছু ক্ষতসমেত
একটি হৃদয়
একটি ভুবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
চূড়ান্ত ০১/১০/২০১৪ভাই অনেক ভালো লাগছে
-
আবু সাহেদ সরকার ০১/১০/২০১৪সুন্দর একটি প্রকাশ।
-
শিমুদা ০১/১০/২০১৪দারুন উপমা নির্ভর কবিতা। খুব ভাল লাগল কবি।
-
মনিরুজ্জামান শুভ্র ৩০/০৯/২০১৪খুব ভাল লিখেছেন । ভাল লাগলো ।
-
মঞ্জুর হোসেন মৃদুল ৩০/০৯/২০১৪ভিন্ন আঙ্গিকে লেখা ভাবনাটা দারুন।
-
আর. কে. (র্নিবাক আমি) ৩০/০৯/২০১৪হিমমমম.....
বুঝতে একটু কষ্ট হল ।।