www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আত্মবিস্মরণ

আজো ঐ ওষ্ঠের উষ্ণ চুম্বনে স্বপ্ন খেয়ায় জেগে ওঠে রঙের মিছিল,
আজো এই স্নিগ্ধ হাতের কোমল স্পর্শে প্রেম হয়ে ওঠে কামনার গড়ল।
তবু কোথাও এক তীব্র শূন্যতার বিষাদ, স্মৃতিবিলাপে আড়ষ্ট বক্ষতল
সময়ের বাঁকে সে প্রেম আজ অন্য কোন হৃদ-অঙ্গনে উড়ন্ত গাংচিল।
এখন কবিতায় শুধু অন্ধকার আর বিভ্রান্ত রাত্রির নিত্য বিচরণ
প্রতিটি অবসর নিকোটিন জমানো ঘোরে নির্লিপ্ত নিষ্প্রাণ নিষাদ
কবিতাগুচ্ছ সময়েরবিক্ষুব্ধ গ্রাসে খুঁজে নেয় ক্লান্তির অবসাদ-
হাজারো স্বপ্ন রচিত বক্ষে পরাজয়ের নিরন্তর রক্তক্ষরণ।

এখনকার কবিতার রাত্রি জ্যোৎস্নাময় নয়, অমাবস্যার আঁধারে স্তব্ধ,
বাসন্তী উন্মাদনা কভু ছুঁয়ে যায়না আজ কল্পলোকের নির্মেঘ বিকেল-
চিত্তকোণে ক্রমশ জমে ওঠে ছন্দহীন নৈরাশ্যের কুণ্ঠিত শব্দ।
সহসা করুণ আর্তিতে আহত চেতনাকে গ্রাস করে আত্মবিস্মরণ
মুহূর্তেই সেই চপল কোটীর উচ্ছাস, সুডৌল বক্ষ আর স্নিগ্ধ হাসির উদ্বেল
বিস্মৃতিতে হারায় ধীরে, বেড়ে ওঠে আঁধারের কালো আবরণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ০৪/১০/২০১৪
    চমৎকার লেখা... অনেক ভালো লাগল।।
  • মোহাম্মদ তারেক ২৯/০৯/২০১৪
    বর্তমানও মাঝে মাঝে অতীত স্মৃতির নিকট পরাভূত হয়...তারই শৈল্পিক নিপুনতা কবিতায়। অসাধারণ...
  • এক কথায় জবাব নেই। সুন্দর একটি উপস্থাপনা বেশ ভালো লাগলো।
  • মাসুম মুনাওয়ার ২৯/০৯/২০১৪
    একটি অসাধারণ কবিতা পড়লাম।
 
Quantcast