বাড়ছে এ প্লাস
বাড়ছে এ প্লাস বাড়ছে যে পাশ
মানের আজ কি দরকার।
অধিক পাশই প্রকৃত মান
এই ব্রততে সরকার।
সৃজনশীল এ শিক্ষালয়ে
সনদটিই যে মুখ্য
জ্ঞানের আজ কি দরকার
থাকনা জাতি মূর্খ।
প্রশ্নফাঁস হোক তাতে কি
এ প্লাস তো বাড়ছেই
অধিক পাশের দেশ মোরা আজ
জাতি নাম কামাচ্ছেই।
ভর্তিযুদ্ধে নাই কভু মান
ফেলটা যে ভুরি ভুরি
“ভর্তি পরীক্ষায় আছে যে ত্রুটি”
মন্ত্রীর সুড়সুড়ি।
বিদ্যাশূন্য এ প্লাস আজ
বাড়ছে কি মান শিক্ষার!
পাশে ভরপুর শিক্ষিত জাতির
আগামীটা পাবে ধিক্কার।
মানের আজ কি দরকার।
অধিক পাশই প্রকৃত মান
এই ব্রততে সরকার।
সৃজনশীল এ শিক্ষালয়ে
সনদটিই যে মুখ্য
জ্ঞানের আজ কি দরকার
থাকনা জাতি মূর্খ।
প্রশ্নফাঁস হোক তাতে কি
এ প্লাস তো বাড়ছেই
অধিক পাশের দেশ মোরা আজ
জাতি নাম কামাচ্ছেই।
ভর্তিযুদ্ধে নাই কভু মান
ফেলটা যে ভুরি ভুরি
“ভর্তি পরীক্ষায় আছে যে ত্রুটি”
মন্ত্রীর সুড়সুড়ি।
বিদ্যাশূন্য এ প্লাস আজ
বাড়ছে কি মান শিক্ষার!
পাশে ভরপুর শিক্ষিত জাতির
আগামীটা পাবে ধিক্কার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ০৪/১০/২০১৪কবির সাথে একাত্বতা পোষণ করছি এবং এ শিক্ষা ব্যবস্থার আশু পরিবর্তন চাই...
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৯/০৯/২০১৪বস সেলুট আপনাকে। আশা করি সবাই লেখাটা পড়বে এবং একমত প্রকাশ করে প্রতিকার এবং প্রতিবাদ মূলক মন্তব্য করেব।
-
মাসুম মুনাওয়ার ২৮/০৯/২০১৪বিষয়টা খুব ভালো কিন্তু ছড়া হয়নি একটু টিক করতে হবে।
-
স্বপন রোজারিও(১) ২৮/০৯/২০১৪মান সম্পন্ন শিক্ষা চাই।
-
মোহাম্মদ তারেক ২৮/০৯/২০১৪সমসাময়িক ভাবনা,, ভাল লাগল।
-
মনিরুজ্জামান শুভ্র ২৮/০৯/২০১৪বাহ চমৎকার ...। একে বারে বাস্তব চিত্র ।