সময় এখন বায়স্কোপের নয় বিপ্লবের
আর কোনো বীভৎস রক্ত চক্ষুর হিংস্র দাপটে
গা বাঁচানো ব্যাক্তিত্বে দৃষ্টি ভূমিতে লুটিয়ে দিয়ে
প্রকাশ করা নয়- আমরা শান্তিকামী।
নির্লজ্জ ভয়ে কুঁচকে যাওয়া প্রানের
সত্যের শক্তিতে জেগে ওঠার অভিপ্রায়ে
দ্রোহী চেতা হওয়ার সময় এখনই।
আর কোনো বিবর্ণতার ছোবলে রঙিন স্বপ্নের
অবক্ষয় নয়, দূর পাহাড়ের সবুজ কায়ায়
গা মিশিয়ে তারুণ্যের সবুজে উদ্ভাসিত হওয়ার
কাঙ্ক্ষিত সময় কড়া নাড়ছে চিত্তের দ্বারে।
ঘুণে ধরা সমাজের বিপরীতে দাড়িয়ে
মুক্তির সুর তোলার সময় এখনই।
সময় এখন জাগরণী গানের সুর তুলে
হারমনিকা নিয়ে রাস্তায় নেমে পরা-
উল্লাস করা আনন্দের অনাবিলতায়।
কালো মেঘের ভয়াল গর্জনে ভীত নয়,
ঝড়কে সামলে নেয়ার আত্মপ্রত্যয়ে
দৃঢ়চেতা হওয়ার লগ্ন এখন।
সময় এখন বায়স্কোপের নয়, বিপ্লবের...
গা বাঁচানো ব্যাক্তিত্বে দৃষ্টি ভূমিতে লুটিয়ে দিয়ে
প্রকাশ করা নয়- আমরা শান্তিকামী।
নির্লজ্জ ভয়ে কুঁচকে যাওয়া প্রানের
সত্যের শক্তিতে জেগে ওঠার অভিপ্রায়ে
দ্রোহী চেতা হওয়ার সময় এখনই।
আর কোনো বিবর্ণতার ছোবলে রঙিন স্বপ্নের
অবক্ষয় নয়, দূর পাহাড়ের সবুজ কায়ায়
গা মিশিয়ে তারুণ্যের সবুজে উদ্ভাসিত হওয়ার
কাঙ্ক্ষিত সময় কড়া নাড়ছে চিত্তের দ্বারে।
ঘুণে ধরা সমাজের বিপরীতে দাড়িয়ে
মুক্তির সুর তোলার সময় এখনই।
সময় এখন জাগরণী গানের সুর তুলে
হারমনিকা নিয়ে রাস্তায় নেমে পরা-
উল্লাস করা আনন্দের অনাবিলতায়।
কালো মেঘের ভয়াল গর্জনে ভীত নয়,
ঝড়কে সামলে নেয়ার আত্মপ্রত্যয়ে
দৃঢ়চেতা হওয়ার লগ্ন এখন।
সময় এখন বায়স্কোপের নয়, বিপ্লবের...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
চূড়ান্ত ০৫/১০/২০১৪ভালো লাগল। আমিও বিপ্লব চাই । কিন্তু তা হবে কিভাবে? আমরা- তো শুধুই বলি। পরিবর্তনটা আসলে মনের ব্যাপার। তাই আমাদের মানসিক পরিবর্তনটা আগে দরকার।
-
একনিষ্ঠ অনুগত ০৪/১০/২০১৪কবির সাথে আমিও সমস্বরে বলতে চাই...
'''সময় এখন বিপ্লবের''' -
মঞ্জুর হোসেন মৃদুল ২৮/০৯/২০১৪দারুন।
-
আর. কে. (র্নিবাক আমি) ২৮/০৯/২০১৪চমৎকার ।।
বিপ্লবী মনোভাবের প্রকাশ ।। -
মনিরুজ্জামান শুভ্র ২৮/০৯/২০১৪আসলেই সময় এখন বিপ্লবের ...।। অনেক ভাল লাগলো কবি বন্ধু ।
ব্যাক্তিত্ব > ব্যক্তিত্ব
প্রানের > প্রাণের । -
স্বপন শর্মা ২৮/০৯/২০১৪অসাধারন,
কবি মুগ্ধতা রেখে গেলাম,...