তুমি আছো তাই
তুমি আছো তাই শ্রাবণ আকাশ ভরে গেলো রোদ্দুরে
তুমি আছো তাই শত শত গান ডায়েরীর পাতা জুড়ে।
তুমি আছো তাই ধর্ম মন্ত্রী প্রেমের কবিতা পড়ে
তুমি আছো তাই পাড়ার নেতারা রাজপথ ছেড়ে ঘরে।
তুমি আছো তাই স্নিগ্ধ শীতল অঙ্গার দহনে
তুমি আছো তাই বিরাট কোহেলি মাঠ ছেড়ে প্যাভিলনে।
তুমি আছো তাই বর্ণমালা নিমেষে প্রেমের কাব্য
তুমি আছো তাই সন্যাসি ভাবে এবার যে ঘর বাঁধবো।
তুমি আছো তাই আমার কবিতায় আজো বিপ্লবী ছন্দ
তুমি আছো তাই মোল্লা-বামুন ভুলে যায় সব দ্বন্দ্ব।
তুমি আছো তাই বসন্তরা আজো নতুনের সুর তোলে
তুমি আছো তাই এখানেই থামি আবার লিখবো বলে।
তুমি আছো তাই শত শত গান ডায়েরীর পাতা জুড়ে।
তুমি আছো তাই ধর্ম মন্ত্রী প্রেমের কবিতা পড়ে
তুমি আছো তাই পাড়ার নেতারা রাজপথ ছেড়ে ঘরে।
তুমি আছো তাই স্নিগ্ধ শীতল অঙ্গার দহনে
তুমি আছো তাই বিরাট কোহেলি মাঠ ছেড়ে প্যাভিলনে।
তুমি আছো তাই বর্ণমালা নিমেষে প্রেমের কাব্য
তুমি আছো তাই সন্যাসি ভাবে এবার যে ঘর বাঁধবো।
তুমি আছো তাই আমার কবিতায় আজো বিপ্লবী ছন্দ
তুমি আছো তাই মোল্লা-বামুন ভুলে যায় সব দ্বন্দ্ব।
তুমি আছো তাই বসন্তরা আজো নতুনের সুর তোলে
তুমি আছো তাই এখানেই থামি আবার লিখবো বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তুহিনা সীমা ১১/১১/২০১৪
-
একনিষ্ঠ অনুগত ২৪/০৯/২০১৪বেশ ভালো লাগলো।।
-
পিয়ালী দত্ত ২৩/০৯/২০১৪দারুন
-
মাসুম মুনাওয়ার ২৩/০৯/২০১৪বরাবরই আপ্নার লেখা পরে মুগ্ধ হই।
-
নূরুল ইসলাম সাইফুল ২৩/০৯/২০১৪অসাধারণ!
-
বেনামী পত্তনদার ২৩/০৯/২০১৪কঠোর কথা কোমল ভাষায়, ভাল লাগলো।
-
মোহাম্মদ তারেক ২৩/০৯/২০১৪আমি বরাবরই আপনার ভক্ত...ভাল লাগলো...কেহেলি> কোহেলি।
রাজপথের নেতারাই রাজপথে নেই..পাড়ার নেতারা রাজপথ ছেড়ে ঘরে থাকবে এটাইতো স্বাভাবিক (আপনার লেখার সমর্থনেই বললাম)। -
মনিরুজ্জামান শুভ্র ২৩/০৯/২০১৪তুমি আছো তাই পৃথিবী এত সুন্দর ...।। অনেক ভাল লাগলো ।। কবিতাটা পড়ে আমার অনেক প্রিয় একটা গানের কথা মনে পড়ে গেল ...। তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হত না ...।।
-
স্বপন রোজারিও(১) ২৩/০৯/২০১৪চমৎকার। প্রিয়া কাছে থাকলে জীবন সুন্দর লাগে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/০৯/২০১৪তুমি আছো তাই কোনো দুঃখ না পোড়ায় না আর স্মৃতির লোবান। সুন্দর হয়েছে................
আপনার কবিতাটি বেশ রোমান্টিক। ভালো লাগলো।