সে অপ্সরা
দৃষ্টি যে তার স্বপ্নমাখা
সুচিস্মিতার বর্ণে আঁকা
মন যে আমার উদ্বেলে হায়
উর্বশী সে তাই বলে যায়
মিষ্টি ঠোঁটের স্নিগ্ধ হাসি
চিত্তে মম বাজায় বাঁশী
ছন্দ তান আর সুরে সুরে
তার ছোঁয়া আজ কাব্য জুড়ে
মৌমাতাল ওই বক্ষ যে তার
জাগিয়ে তোলে বাসনা আমার
পটল ছেড়া ও দুই চোখে
হারাই আমি কল্পলোকে
ছিপছিপে তনু কলসি কটি
আমার তাড়ায় দেয় যে ছুটি
দৃষ্টি আমার আবেগ ভেলায়
চপল কটির ছন্দ দোলায়
মৃদু সমীরে তার এলো চুল
ছুঁয়ে যেতে মোর হৃদয় ব্যাকুল
দুষ্টু হাওয়া অবাধ্যতায়
দস্যি হেসে ওড়না ওড়ায়
লাজুক আভা প্রান ফিরে পায়
সন্তরপি ওই মুখের মায়ায়
আবেগ ক্লিষ্ট ওই স্নিগ্ধতা
দূর করে শত বিবর্ণতা
তার চাহনির প্রভঞ্জনে
নব প্রভাত আজ সবার মনে
শ্যাম বরণ ওই মুখের ছবি
উল্লাসে তার মুগ্ধ কবি
জমিয়ে যে ভয় কলমটা কয়
রাগবে না সে তাই মনে হয়...
সুচিস্মিতার বর্ণে আঁকা
মন যে আমার উদ্বেলে হায়
উর্বশী সে তাই বলে যায়
মিষ্টি ঠোঁটের স্নিগ্ধ হাসি
চিত্তে মম বাজায় বাঁশী
ছন্দ তান আর সুরে সুরে
তার ছোঁয়া আজ কাব্য জুড়ে
মৌমাতাল ওই বক্ষ যে তার
জাগিয়ে তোলে বাসনা আমার
পটল ছেড়া ও দুই চোখে
হারাই আমি কল্পলোকে
ছিপছিপে তনু কলসি কটি
আমার তাড়ায় দেয় যে ছুটি
দৃষ্টি আমার আবেগ ভেলায়
চপল কটির ছন্দ দোলায়
মৃদু সমীরে তার এলো চুল
ছুঁয়ে যেতে মোর হৃদয় ব্যাকুল
দুষ্টু হাওয়া অবাধ্যতায়
দস্যি হেসে ওড়না ওড়ায়
লাজুক আভা প্রান ফিরে পায়
সন্তরপি ওই মুখের মায়ায়
আবেগ ক্লিষ্ট ওই স্নিগ্ধতা
দূর করে শত বিবর্ণতা
তার চাহনির প্রভঞ্জনে
নব প্রভাত আজ সবার মনে
শ্যাম বরণ ওই মুখের ছবি
উল্লাসে তার মুগ্ধ কবি
জমিয়ে যে ভয় কলমটা কয়
রাগবে না সে তাই মনে হয়...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ তারেক ২৩/০৯/২০১৪
-
মাসুম মুনাওয়ার ২৩/০৯/২০১৪অসাধারণ লেখনি তবে ছন্দের দিকে মন দিলে আর ভাল হবে।
-
স্বপ্নীল মিহান ২৩/০৯/২০১৪ভালো লাগলো
-
একনিষ্ঠ অনুগত ২৩/০৯/২০১৪চমৎকার লাগলো আপনার লেখাটি ৮/১০।
-
মনিরুজ্জামান শুভ্র ২২/০৯/২০১৪বাহ ...। অনেক ভাল লাগলো ।
প্রান > প্রাণ -
মঞ্জুর হোসেন মৃদুল ২২/০৯/২০১৪বাহ বেশ সুন্দর হয়েছে। ভাবনাটা অসাধারন।
-
মল্লিকা রায় ২২/০৯/২০১৪বাহ্ খুব সুন্দর লাগলো কবিতা,শুভেচ্ছা রইল।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২২/০৯/২০১৪সে যে আসে যায়, সে যে আসে যায় যার জন্যে চান্দে চান্দে এত চন্দ্র গ্রহন. সুন্দর।
-
আবু সাহেদ সরকার ২২/০৯/২০১৪দারুন লাগলো কবি বন্ধু।
ছন্দ দোলায় ঘটে হিয়ার পতন...
জলধী-তলদেশে বিছানো রতন...
দেখে তাহা মহাখুশি ডুবুরি এ মন.....ভাললাগা প্রতি পরতে।