আড়ষ্ট বর্তমান
ইচ্ছের নুয়ে পরা স্বপ্নহীন আচ্ছাদনে আড়ষ্ট দিনাতিপাত
কখনো চৈতালি হাওয়ায় উড়ে আসা স্মৃতিদের নিত্য প্রভঞ্জন,
আহত কামনায় হাত বাড়াই, নিয়ত প্রতারিত হই মোহের ছলনায়।
ভালোবাসা কিংবা দ্রোহ আজ সময়ের অতীত।
আবদ্ধ আঙ্গিনার পরাধীনতায় আজ শিতাতপ নিয়ন্ত্রিত স্বস্তিই সান্তনা।
ডায়েরি নয়, কলম নয়, তাই কবিও নই আজ।
কীবোর্ড আর মনিটর সামনে রেখে স্রেফ যন্ত্রমানব।
নীলাভ বিকেলে মৃদু হাওয়ায় হেঁটে যাওয়া সেই চৌরঙ্গীর মোহনা,
উস্রিংখল বাতাসে সরে যাওয়া ওড়নায় তোমার অপ্রস্তুত সলজ্জ চাহনি
আজ কেবল সময়ের তোরণে ভিড় জমানো স্মৃতির বিলাপ।
এক চুমুক তুমি আর এক ঢোঁক অতীত,
ভালোবাসা আর অপরাধবোধে মিলে মিশে একাকার।
আড়ষ্ট বর্তমান আজ কেবলি উত্তর খুঁজে ফেরে-
হারিয়ে যাওয়া তোমাকে , সময়ের ব্যবধানে।
কখনো চৈতালি হাওয়ায় উড়ে আসা স্মৃতিদের নিত্য প্রভঞ্জন,
আহত কামনায় হাত বাড়াই, নিয়ত প্রতারিত হই মোহের ছলনায়।
ভালোবাসা কিংবা দ্রোহ আজ সময়ের অতীত।
আবদ্ধ আঙ্গিনার পরাধীনতায় আজ শিতাতপ নিয়ন্ত্রিত স্বস্তিই সান্তনা।
ডায়েরি নয়, কলম নয়, তাই কবিও নই আজ।
কীবোর্ড আর মনিটর সামনে রেখে স্রেফ যন্ত্রমানব।
নীলাভ বিকেলে মৃদু হাওয়ায় হেঁটে যাওয়া সেই চৌরঙ্গীর মোহনা,
উস্রিংখল বাতাসে সরে যাওয়া ওড়নায় তোমার অপ্রস্তুত সলজ্জ চাহনি
আজ কেবল সময়ের তোরণে ভিড় জমানো স্মৃতির বিলাপ।
এক চুমুক তুমি আর এক ঢোঁক অতীত,
ভালোবাসা আর অপরাধবোধে মিলে মিশে একাকার।
আড়ষ্ট বর্তমান আজ কেবলি উত্তর খুঁজে ফেরে-
হারিয়ে যাওয়া তোমাকে , সময়ের ব্যবধানে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২২/০৯/২০১৪ভালো লাগলো। ৬/১০।
-
স্বপ্নীল মিহান ২১/০৯/২০১৪ভালো লাগলো কৌশিক দা
-
মনিরুজ্জামান শুভ্র ২১/০৯/২০১৪চমৎকার লাগলো কবিতাটি ।
উস্রিংখল > উচ্ছৃঙ্খল , সন্ধি বিচ্ছেদ করলে হয় উৎ+ শৃঙ্খল -
আবু সাহেদ সরকার ২১/০৯/২০১৪দারুন লাগলো কবিতা।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২১/০৯/২০১৪চমৎকার বললে কম হয়ে যাবে। অনেক সুন্দর হয়েছে। শব্দ চয়ন, ভাবধারা সব মিলিয়ে চমৎকার। সম্ভব সুন্দর।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২১/০৯/২০১৪খুবই গাম্ভীর্যপূর্ন কবিতা। চমৎকার শব্দ নির্বাচন। সেই সাথে দারুণ কাব্যিকতা।
-
স্বপন রোজারিও(১) ২১/০৯/২০১৪ভালো হয়েছে।