দারিদ্র্য (সনেট)
ছিল নাহি মোর রাশি রাশি সোনা কড়ি
দুয়ারে আমার নিত্য অসীম অভাব
ছিল শুধু মম স্বপ্ন- আকাশ নীলাভ
আজি রিক্ত হাহাকারে এ চিত্ত আমারি।
জানি স্বপ্ন হেথা বিলাসিতা আহামরি
বঞ্চনা ও শূন্যতায় মন সয়লাব
দুঃখ গ্লানিই আজি সঞ্চিত আসবাব,
তিমির ঘুচিয়ে জাগবেকি বিভাবরী!
সঞ্চিত রত্ন নাহি, আছে স্বপ্ন বিলাস
খ্রিষ্টের মান মেলেনিকো কভু আমার
রুক্ষ চিত্তে ব্যাথা আর শূন্যতার বাস।
সান্ত্বনা খুঁজি- কেটে যাবে সব আঁধার
বিলাসিতা তবু স্বপ্নই মম নিঃশ্বাস
আসবে ঐ সুদিন, স্বপ্ন গড়ি আবার।
দুয়ারে আমার নিত্য অসীম অভাব
ছিল শুধু মম স্বপ্ন- আকাশ নীলাভ
আজি রিক্ত হাহাকারে এ চিত্ত আমারি।
জানি স্বপ্ন হেথা বিলাসিতা আহামরি
বঞ্চনা ও শূন্যতায় মন সয়লাব
দুঃখ গ্লানিই আজি সঞ্চিত আসবাব,
তিমির ঘুচিয়ে জাগবেকি বিভাবরী!
সঞ্চিত রত্ন নাহি, আছে স্বপ্ন বিলাস
খ্রিষ্টের মান মেলেনিকো কভু আমার
রুক্ষ চিত্তে ব্যাথা আর শূন্যতার বাস।
সান্ত্বনা খুঁজি- কেটে যাবে সব আঁধার
বিলাসিতা তবু স্বপ্নই মম নিঃশ্বাস
আসবে ঐ সুদিন, স্বপ্ন গড়ি আবার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ১৮/০৯/২০১৪সনেটটা বেশ ভালো হয়েছে ।
-
মনিরুজ্জামান শুভ্র ১৮/০৯/২০১৪Petrarchan sonnet আমার কাছে অনেক কঠিন মনে হয় , কিন্তু আমার কবি বন্ধুর সনেট দেখে মনে হোল কঠিন কাজ টি অতি সহজেই তিনি করে ফেলেছেন । অনেক ভাল লাগলো ।
-
স্বপন রোজারিও(১) ১৮/০৯/২০১৪সুন্দর। আমাদের স্বপ্নকে বারে বার গড়তে হবে।
-
রুমা চৌধুরী ১৮/০৯/২০১৪আবার আর একটা সুন্দর কবিতা দারিদ্র্য নিয়ে। তবে দারিদ্র্য মানুষ কে কষ্ট দেয় না, কষ্ট দেয় না পাওয়ার য্ন্ত্রনা।
কবিতা ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।