স্মৃতির পটে
আজন্ম পাপের বিকট মুখবয়ব এর প্রলয় হুঙ্কারে বিপন্ন্ন বোধ.
অনন্ত রাত্রির মত যাপিত জীবন.
কখনো বা স্ফিত হয়ে আসে নৈরাশ্যের দুরন্ত ডানা.
প্রসন্ন বিকেলের আলোড়ন আবাহন
শুধুই কেবল মরিচিকাময় ।
আজ বিরুদ্ধ বাতাসের সাথে বয়ে যাওয়া সিগারেটের ধোঁয়া
জাগিয়ে তোলে স্মৃতির অতলে হারিয়ে যাওয়া তোমার সেই মুখ।
বৈশাখী শিলাপাতে আহত শস্যের মত বিপন্ন আমার বর্তমান।
নেই আর সেই দিনের রউদ্রময় বিকেলে চৌরঙ্গীর কোলাহল,
নেই তোমায় নিয়ে ডাইরির বুকে জন্ম নেয়া কত সব
খুচরো প্রেমের কবিতা।
ঘরমুখো পথিক নই আমি, তবুও তোমায় ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছি।
পথহারা বিদ্রোহীর ক্লান্তির চোখ নিয়ে আমি তোমায়
দেখাতে চেয়েছিলাম জ্যোৎস্নার ছবি।
ভুলে গিয়েছিলাম – মৃত কবির কাব্যের ঝুলিতে
স্বপ্ন নয়, বাসা বাঁধবে হাহাকার।
সেই প্রিয় সুর সেই চেনা কণ্ঠ
সেই না বলা কথার প্রবল উন্মাদনা
আজ বিস্মৃতির অন্তরীপে মহাপ্রয়ানের অপেক্ষায়।
অপরাধবোধে আড়ষ্ট হই, ভেবে নেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে
স্বপ্ন দেখতে নেই, সুখ বুনতে নেই,স্বপ্ন দেখাতে নেই।
এখনো সেই চেতনার দ্রোহ, পাড়ি দেয়ার স্বপ্নে
পথের ক্লান্তি বয়ে নিয়ে চলা, সেই ভারি নিকোটিনের ক্রমাগত আছড়ে পরা
হৃদপ্রকোষ্ঠে। আর তোমার ছায়াময় অনুভূতি।
যে রক্তমাংসে জেগে উঠবে না আর।
পুঁজিপতিদের লালসায় হারিয়ে যাওয়া সাম্যের মতই বিলীন।
অনন্ত রাত্রির মত যাপিত জীবন.
কখনো বা স্ফিত হয়ে আসে নৈরাশ্যের দুরন্ত ডানা.
প্রসন্ন বিকেলের আলোড়ন আবাহন
শুধুই কেবল মরিচিকাময় ।
আজ বিরুদ্ধ বাতাসের সাথে বয়ে যাওয়া সিগারেটের ধোঁয়া
জাগিয়ে তোলে স্মৃতির অতলে হারিয়ে যাওয়া তোমার সেই মুখ।
বৈশাখী শিলাপাতে আহত শস্যের মত বিপন্ন আমার বর্তমান।
নেই আর সেই দিনের রউদ্রময় বিকেলে চৌরঙ্গীর কোলাহল,
নেই তোমায় নিয়ে ডাইরির বুকে জন্ম নেয়া কত সব
খুচরো প্রেমের কবিতা।
ঘরমুখো পথিক নই আমি, তবুও তোমায় ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছি।
পথহারা বিদ্রোহীর ক্লান্তির চোখ নিয়ে আমি তোমায়
দেখাতে চেয়েছিলাম জ্যোৎস্নার ছবি।
ভুলে গিয়েছিলাম – মৃত কবির কাব্যের ঝুলিতে
স্বপ্ন নয়, বাসা বাঁধবে হাহাকার।
সেই প্রিয় সুর সেই চেনা কণ্ঠ
সেই না বলা কথার প্রবল উন্মাদনা
আজ বিস্মৃতির অন্তরীপে মহাপ্রয়ানের অপেক্ষায়।
অপরাধবোধে আড়ষ্ট হই, ভেবে নেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে
স্বপ্ন দেখতে নেই, সুখ বুনতে নেই,স্বপ্ন দেখাতে নেই।
এখনো সেই চেতনার দ্রোহ, পাড়ি দেয়ার স্বপ্নে
পথের ক্লান্তি বয়ে নিয়ে চলা, সেই ভারি নিকোটিনের ক্রমাগত আছড়ে পরা
হৃদপ্রকোষ্ঠে। আর তোমার ছায়াময় অনুভূতি।
যে রক্তমাংসে জেগে উঠবে না আর।
পুঁজিপতিদের লালসায় হারিয়ে যাওয়া সাম্যের মতই বিলীন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১৬/০৯/২০১৪অনেক ভালো লাগলো।
-
মনিরুজ্জামান শুভ্র ১৫/০৯/২০১৪চমৎকার কবি , অসম্ভব ভাল লাগলো।
-
শরীফুল ইসলাম আরশ ১৫/০৯/২০১৪ক্্হ্দ্সা
-
ইমাম ১৫/০৯/২০১৪অসাধারন.......................