তৃপ্ত অনুরাগে
বৈশাখী দাবদাহে ক্রুদ্ধ সূর্যতেজ,
পিপাসা কাতর ব্যকুলতা,
উত্তপ্ততায় পীচগলা রাস্তা,
হঠাৎ মৃদু তৃপ্তির আবেশ-
তোমার ওড়নার হালকা ছুঁয়ে যাওয়ায়।
মুহূর্তে চৌরঙ্গী থেকে প্রান্তিক অথবা মুক্তমঞ্চ
হারিয়ে ফেললো খরতাপে
ঝলসানো তেজের প্রদাহমান চরিত্র,
তোমার আমার ভালবাসায়
রচিত হলো শীতল সবুজ।
ছন্দহীন অভিমান হয়ে গেলো
ছন্দময় ভালবাসার তৃপ্ত অনুরাগ।
পিপাসা কাতর ব্যকুলতা,
উত্তপ্ততায় পীচগলা রাস্তা,
হঠাৎ মৃদু তৃপ্তির আবেশ-
তোমার ওড়নার হালকা ছুঁয়ে যাওয়ায়।
মুহূর্তে চৌরঙ্গী থেকে প্রান্তিক অথবা মুক্তমঞ্চ
হারিয়ে ফেললো খরতাপে
ঝলসানো তেজের প্রদাহমান চরিত্র,
তোমার আমার ভালবাসায়
রচিত হলো শীতল সবুজ।
ছন্দহীন অভিমান হয়ে গেলো
ছন্দময় ভালবাসার তৃপ্ত অনুরাগ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১৫/০৯/২০১৪বাহ... বেশ ভালো।
-
মনিরুজ্জামান শুভ্র ১৪/০৯/২০১৪ভাল লাগলো।
-
ইমাম ১৪/০৯/২০১৪তৃপ্ত অনুরাগ
-
শিমুদা ১৪/০৯/২০১৪খুব ভাল লেগেছে।