সবার জীবনে সব হয়না
কারো করো কষ্টের নদী
প্রখর চৈত্রে এতটুকু শুকায় না,
সত্যি সবার জীবনে সব হয়না।
কালো কাক, সেত নির্বোধ
ভাগ্যের আশায় যতই সাধনা করুক
সে সুভাগ্য তাকে ছয় না।
সত্যিই সবার জীবনে সব হয়না।
গল্পে পড়া খরগোস সেত গতির উদাহরন
কিন্তু কচ্ছপের আগে গন্তব্য পায়না,
কারন সবার জীবনে সব হয়না।
প্রখর চৈত্রে এতটুকু শুকায় না,
সত্যি সবার জীবনে সব হয়না।
কালো কাক, সেত নির্বোধ
ভাগ্যের আশায় যতই সাধনা করুক
সে সুভাগ্য তাকে ছয় না।
সত্যিই সবার জীবনে সব হয়না।
গল্পে পড়া খরগোস সেত গতির উদাহরন
কিন্তু কচ্ছপের আগে গন্তব্য পায়না,
কারন সবার জীবনে সব হয়না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৮/০৩/২০১৫ঠিক বলেছেন কবি ।
-
রইস উদ্দিন খান আকাশ ১৫/০৩/২০১৫দারুণ।
-
সবুজ আহমেদ কক্স ১৪/০৩/২০১৫ভাল লাগল