শীতের সকাল বেলা
শীত ঋতুরই বিহান
বেলা
সদ্য ভাপা পিঠা,
খেজুর
রসে মিশিয়ে খেলে
কতই লাগে মিঠা।
মোদের কাছে আসল
এবার
পিঠা খাওয়ার বেলা,
সবার ঘরে যাচ্ছে দেখা
বইছে পিঠার মেলা।
নতুন ধানের নতুন চালে
কেমন মজা পিঠা,
খেজুর আর তালের
রসে
কল্পনাহীন মিঠা।
আর
তো নাহি চিন্তা মোদের
পিঠা বানার কালে,
আশা করি ফুল
ফোটেছে
বাড়ীর সবার ভালে।
কথা কাজে ভীষণ পটু
বড় ভাইয়ের বধূ,
তিনশ দেশের ছয়শ
আইটেম
জানে একাই শুধু।
আরো মজা বসলে রোদে
শীতের সকাল বেলা,
পিঠা খেয়ে পড়তে বসে
আর করো না হেলা।
বেলা
সদ্য ভাপা পিঠা,
খেজুর
রসে মিশিয়ে খেলে
কতই লাগে মিঠা।
মোদের কাছে আসল
এবার
পিঠা খাওয়ার বেলা,
সবার ঘরে যাচ্ছে দেখা
বইছে পিঠার মেলা।
নতুন ধানের নতুন চালে
কেমন মজা পিঠা,
খেজুর আর তালের
রসে
কল্পনাহীন মিঠা।
আর
তো নাহি চিন্তা মোদের
পিঠা বানার কালে,
আশা করি ফুল
ফোটেছে
বাড়ীর সবার ভালে।
কথা কাজে ভীষণ পটু
বড় ভাইয়ের বধূ,
তিনশ দেশের ছয়শ
আইটেম
জানে একাই শুধু।
আরো মজা বসলে রোদে
শীতের সকাল বেলা,
পিঠা খেয়ে পড়তে বসে
আর করো না হেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবিদ আল আহসান ০৮/১২/২০১৪খুব সুন্দর হয়েছে। কিন্তু ভাই আধুনিক সাহিত্য "মোর" শব্দটি ব্যাবহার হয়না
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৫/১১/২০১৪আবারতো দিলেন গ্রামের বাড়ির সেই শিতের সকালের কথা। বাট ছুটি যে একদমই নাই,,,,,,,,,,,,,
-
জসীম উদ্দীন মুহম্মদ ২৪/১১/২০১৪খুব সুন্দর..........
-
মোঃ আবদুল করিম ২৪/১১/২০১৪শীতের পিঠায় সাদ নিতে নিতে ভালোই লাগলো,ভালো হয়েছে ।
-
রক্তিম ২৪/১১/২০১৪দারুন এই ছড়া । হবে নাকি দুটো একটা পিঠে আমার থালায় । বেশ বেশ । আর না আর না । আমি অল্পেই তুষ্ট । ভালো থাকবেন ।
-
আলোকিত অন্ধকার ২৪/১১/২০১৪বেশ লিখেছেন ভাই...।