ভালবাসার জন্যই ভালবাসি আসলে ঠিক বাসি না
ভালবাসার জন্যেই ভালবাসি,আসলে ঠিক বাসিনা
-কামরুজ্জামান সাদ
ভালবাসতে হয় বলেই তোমাকে ভালবাসি,
নাহলে বাসতাম না।
স্মৃতিগন্ধে ভরপুর বাস্তবের বিশাল উপত্যকায়,
সবুজ মনের রঙে ছেয়ে গেছে আমাদের প্রত্যাহিকতায়,
চিকন পাড়ের শাড়িতে তোমাকে নতুন লাগত,এখন লাগে না।
তীব্র বিমুখতার মাঝে তোমার অভিমান,আমাকে ঠিক টানে না।
দৃষ্টির অগোচরে প্রতিনিয়ত ভেসে ওঠে বিষাদের গান,
বৃথা তুমি ব্যথা পাও,করো ভালবাসার সন্ধান,
ভালবাসাবিহীন দিগন্তের পথে তুমি তাকিয়ে থাকো,আমি খোঁজ রাখি না।
উন্মনা আমি হঠাৎ করেই তোমার নির্জনতায় ভাসি না,
জানো তো ভালবাসার জন্যই ভালবাসি,আসলে ঠিক বাসি না।
-কামরুজ্জামান সাদ
নিজ বাসভবন,
মহেশপুর,ঝিনাইদহ,বাংলাদেশ।
-কামরুজ্জামান সাদ
ভালবাসতে হয় বলেই তোমাকে ভালবাসি,
নাহলে বাসতাম না।
স্মৃতিগন্ধে ভরপুর বাস্তবের বিশাল উপত্যকায়,
সবুজ মনের রঙে ছেয়ে গেছে আমাদের প্রত্যাহিকতায়,
চিকন পাড়ের শাড়িতে তোমাকে নতুন লাগত,এখন লাগে না।
তীব্র বিমুখতার মাঝে তোমার অভিমান,আমাকে ঠিক টানে না।
দৃষ্টির অগোচরে প্রতিনিয়ত ভেসে ওঠে বিষাদের গান,
বৃথা তুমি ব্যথা পাও,করো ভালবাসার সন্ধান,
ভালবাসাবিহীন দিগন্তের পথে তুমি তাকিয়ে থাকো,আমি খোঁজ রাখি না।
উন্মনা আমি হঠাৎ করেই তোমার নির্জনতায় ভাসি না,
জানো তো ভালবাসার জন্যই ভালবাসি,আসলে ঠিক বাসি না।
-কামরুজ্জামান সাদ
নিজ বাসভবন,
মহেশপুর,ঝিনাইদহ,বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর কাইজার ২১/১০/২০১৭অসাধারণ
-
অনিক মজুমদার ০৯/১০/২০১৭ভালোবাসার ব্যক্ততা
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/১০/২০১৭অ ন ব দ্য।
-
আজাদ আলী ০৯/১০/২০১৭Kobitati ektu anya rakamer pore mugdha holam
-
মধু মঙ্গল সিনহা ০৯/১০/২০১৭সুউচ্চ কবিতা।
-
টি এম আমান উল্লাহ ০৯/১০/২০১৭ভালবাসার জন্যই ভালবাসি!