তুমি থাকো বহু দূরে
ঢের দূরে,আরো দূরে,তুমি থাকো বহুদূরে
বহুদূরের বহুপথে পড়ে থাকো প্রান্তরে,
কতবার ওইপ্রান্তরে দেখেছি নীলাকাশ,
বার বার বাঁধা দিয়ে আমারে করেছে গ্রাস।
সরে যাও,আরো দূরে, তুমি থাকো বহুদূরে
একাকি এই ক্লান্তিটা আমাকে লুফে কুড়ে কুড়ে,
কতকাল পার হলো শুধু হয়নি আমার প্রকাশ,
এই পৃথিবীতে অভাগাদের জন্য সান্ত্বনা বারোমাস।
বহুদূরের বহুপথে পড়ে থাকো প্রান্তরে,
কতবার ওইপ্রান্তরে দেখেছি নীলাকাশ,
বার বার বাঁধা দিয়ে আমারে করেছে গ্রাস।
সরে যাও,আরো দূরে, তুমি থাকো বহুদূরে
একাকি এই ক্লান্তিটা আমাকে লুফে কুড়ে কুড়ে,
কতকাল পার হলো শুধু হয়নি আমার প্রকাশ,
এই পৃথিবীতে অভাগাদের জন্য সান্ত্বনা বারোমাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ২০/০৭/২০১৮
-
উজ্জ্বল দত্ত ১৯/০৭/২০১৮সান্ত্বনাই অভাগার সাথি।
-
পি পি আলী আকবর ১৮/০৭/২০১৮ভালো
ভালো লাগা জানিয়ে গেলাম কবি।