তুমি ছিলে
অনেক শাদা পায়রা ছিল,
অনেক ঘাসফড়িং ছিল,
অনেক স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল,
আর তুমি ছিলে।
আমার বিলুপ্ত হৃদয়ে
কপোতাক্ষের তীরে এক শহর ছিল একদিন,
সেখানে ছিল কত শত কাহিনী
বেদনাময় জঞ্জাল,
গোধুলীতে ছিল ডানা ঝাপটানো পাখি,
আর তুমি ছিলে।
একজোড়া ধূসর পেঁচা ছিল,
মাথার উপর বাঁকা চাঁদ ছিল,
কোমল নীল আঁধার ছিল,
আর তুমি ছিলে।
কয়েক শতাব্দী দেখি না,
ক্ষনিক আভাস পেলেও খুঁজি না,
অনেক অনেকদিন মুখোমুখি দাড়াই না,
এখানে প্রবাহমান যন্ত্রণা ছিল,
আর তুমি ছিলে।
হলুদ রঙের শাড়ি ছিল,
আকাশ ভরা নীরবতা ছিল,
দেবদারুর ম্লান ছায়া ছিল,
আর তুমি ছিলে।
কিছু নেই,কিছুই নেই,
একদিন সেই পৃথিবীতে এইসব ছিল,
আর তুমি ছিলে।
-কামরুজ্জামান সাদ
তারিখ : ৩০/০৪/২০১৮ ইংরেজি
পুলিশ লাইনস্ , যশোর।
অনেক ঘাসফড়িং ছিল,
অনেক স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল,
আর তুমি ছিলে।
আমার বিলুপ্ত হৃদয়ে
কপোতাক্ষের তীরে এক শহর ছিল একদিন,
সেখানে ছিল কত শত কাহিনী
বেদনাময় জঞ্জাল,
গোধুলীতে ছিল ডানা ঝাপটানো পাখি,
আর তুমি ছিলে।
একজোড়া ধূসর পেঁচা ছিল,
মাথার উপর বাঁকা চাঁদ ছিল,
কোমল নীল আঁধার ছিল,
আর তুমি ছিলে।
কয়েক শতাব্দী দেখি না,
ক্ষনিক আভাস পেলেও খুঁজি না,
অনেক অনেকদিন মুখোমুখি দাড়াই না,
এখানে প্রবাহমান যন্ত্রণা ছিল,
আর তুমি ছিলে।
হলুদ রঙের শাড়ি ছিল,
আকাশ ভরা নীরবতা ছিল,
দেবদারুর ম্লান ছায়া ছিল,
আর তুমি ছিলে।
কিছু নেই,কিছুই নেই,
একদিন সেই পৃথিবীতে এইসব ছিল,
আর তুমি ছিলে।
-কামরুজ্জামান সাদ
তারিখ : ৩০/০৪/২০১৮ ইংরেজি
পুলিশ লাইনস্ , যশোর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৪/২০১৮ভালো।
-
মোঃ ফাহাদ আলী ৩০/০৪/২০১৮আরও সুন্দর লেখা চাই প্রিয় কবি।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩০/০৪/২০১৮বেশ
-
পবিত্র চক্রবর্তী ৩০/০৪/২০১৮সুন্দর তবে আরও ভালো হতে পারতো