তোমার দেখা নেই
তোমার দেখা নেই
-কামরুজ্জামান সাদ
আজকে যদি পাশে থাকতে
জীবনের ছবিই আঁকতে,
হঠাৎ দেখে কথা হারিয়ে
সজল চোখে ওগো ডাকতে।
তোমার ডাকে থমকে যাবো
হেরে গিয়ে জীবনের খেই,
বড় অবেলাতে আছি আমি
কোথাও তোমার দেখা নেই।
কবিতার শিরোনাম : তোমার দেখা নেই
কলমে- কামরুজ্জামান সাদ
মহেশপুর,ঝিনাইদহ,বাংলাদেশ
-কামরুজ্জামান সাদ
আজকে যদি পাশে থাকতে
জীবনের ছবিই আঁকতে,
হঠাৎ দেখে কথা হারিয়ে
সজল চোখে ওগো ডাকতে।
তোমার ডাকে থমকে যাবো
হেরে গিয়ে জীবনের খেই,
বড় অবেলাতে আছি আমি
কোথাও তোমার দেখা নেই।
কবিতার শিরোনাম : তোমার দেখা নেই
কলমে- কামরুজ্জামান সাদ
মহেশপুর,ঝিনাইদহ,বাংলাদেশ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর কাইজার ১৬/১০/২০১৭সুন্দর
-
টি এম আমান উল্লাহ ১৬/১০/২০১৭well
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/১০/২০১৭অ ন ব দ্য।
-
আজাদ আলী ১৬/১০/২০১৭"আজকে যদি পাশে থাকতে,
জীবনের ছবিই আঁকতে।" কবির অনুভুতিকে সম্মান জানাই। শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি সাথে এক রাশ ভালোবাসা ও আন্তরিক শ্রদ্ধা। -
মধু মঙ্গল সিনহা ১৬/১০/২০১৭শুভেচ্ছা প্রিয়