তারুণ্য ডেস্ক
সারা বিশ্বে বাংলা ভাষা একটি প্রসিদ্ধ ভাষা।বাংলা ভাষার গুরুত্ববিবেচনা করে গুগল অ্যাডসেন্স এই ভাষার বিভিন্ন ওয়েবসাইটে তাদের বিজ্ঞাপন প্রদর্শনের জন্য আগ্রহী হয়েছে।তারই ধারাবাহিকতায় তারুণ্য ব্লগে বিজ্ঞাপন প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।আজকে ব্লগের প্রধান সঞ্চালক পল্লব দাদা পরীক্ষামূলকভাবে এটা আমাদের পাতায় যোগ করেছেন।আশা করি এটা সবাই ইতিবাচক হিসেবেই দেখবেন।ধন্যবাদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২২/১২/২০১৭পপআপ মুক্ত এড হলে খুব ভাল হয়। পপআপ খুব সমস্যা করে।।
-
সন্দীপন পাল ২৯/১০/২০১৭ভালো কথা
-
ধ্রুবক ১১/১০/২০১৭এতে খারাপ কিছু নেই। অবশ্যই ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৯/২০১৭অবশ্যই ইতিবাচক।
-
আজাদ আলী ২৮/০৯/২০১৭বর্তমান যুগ বিজ্ঞাপনের যুগ। একদিকে বিজ্ঞাপন যেমন ব্যবসা বানিজ্যের হাতিয়ার আন্যদিকে মানুষের কাছে পরিচিতির অন্যতম মাধ্যম এই বিজ্ঞাপন। তাই তারুণ্যের এই পদক্ষেকে স্বাগত জানাই। ধন্যবাদ।