www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুবোধ তুই পালিয়ে যা

সুবোধ তুই পালিয়ে যা!
-কামরুজ্জামান সাদ


সুবোধ তুই পালিয়ে যা!
থাকবি কেনো নষ্ট দেশে,
স্বপ্নগুলো লুট করে যা
ঢলের মতো নেমে এসে।
এরা সবে ভিন্নরকম,
ভালবাসতে ভুলে গেছে,
মেরে তোকে করে জখম
কেনো থাকবি শুধু যেচে।
সুবোধ তুই বসে কেনো?
সবে মিলে খুঁজছে তোকে,
তুই বেঁচে পালিয়ে যেনো
মরবে ওরা তোর শোকে।
গণতন্ত্রটা মুক্তি পাক,
পরাধীনকে ফের বাঁচা,
শুধুই সাথে তুই থাক
সঙ্গে রাখ আপন খাঁচা।
ভুলেও ফিরে আসিস না,
তোর ভাগ্য কিছুই নেই।
অভাগারে করবি মানা
নাহলে আর রক্ষে নেই।
সুবোধ তুই পালিয়ে যা!
এখন সময় পক্ষে না,
এখানে থেকে পাবি সাজা
এখানে আর থাকিস না।

কবিতার শিরোনাম : সুবোধ তুই পালিয়ে যা! //কামরুজ্জামান সাদ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ০৫/১১/২০১৭
    চমৎকার লেখা উপহার দিলেন প্রিয় কবি। শুভকামনা।
  • সুন্দর হয়েছে।
    কিন্তু সব সময় পালানোর মানিসকতা ভাল নয়।
    • কবে হবে ভোর?
      সুবোধ তুই পালিয়ে যা!
      সুবোধ যে বিষণ্ণতায় ভোগে এর থেকে মুক্তি হবে কি?
    • সুজয় সরকার ০৪/১১/২০১৭
      সুবোধ তুই পালিয়ে যা
      যেখানে ভালোবাসা নেই সেখানে
      দেশ নয় রাষ্ট্র ছড়ি ঘোরায়।
      সুবোধ তুই পালিয়ে যা
      ভালোবাসা নিয়ে পালিয়ে যা
      যেখানে ভালোবাসা সেখানেই তো দেশ।
      • সুবোধ, কবে হবে ভোর? হবে কি?
        • সুজয় সরকার ০৪/১১/২০১৭
          ভোর হবার আগে অন্ধকার সর্বাধিক হয়। অপেক্ষা করুন কবি,আমরা যেমন ভোরের অপেক্ষা করছি ভোরও আমাদের অপেক্ষায়।প্রার্থনা করুন সকলের সু বোধ জাগ্রত হোক।
  • সানশাইন ০৪/১১/২০১৭
    ভালো লাগল!
  • মধু মঙ্গল সিনহা ০৪/১১/২০১৭
    সুন্দর লাগল
 
Quantcast