সুবোধ তুই পালিয়ে যা
সুবোধ তুই পালিয়ে যা!
-কামরুজ্জামান সাদ
সুবোধ তুই পালিয়ে যা!
থাকবি কেনো নষ্ট দেশে,
স্বপ্নগুলো লুট করে যা
ঢলের মতো নেমে এসে।
এরা সবে ভিন্নরকম,
ভালবাসতে ভুলে গেছে,
মেরে তোকে করে জখম
কেনো থাকবি শুধু যেচে।
সুবোধ তুই বসে কেনো?
সবে মিলে খুঁজছে তোকে,
তুই বেঁচে পালিয়ে যেনো
মরবে ওরা তোর শোকে।
গণতন্ত্রটা মুক্তি পাক,
পরাধীনকে ফের বাঁচা,
শুধুই সাথে তুই থাক
সঙ্গে রাখ আপন খাঁচা।
ভুলেও ফিরে আসিস না,
তোর ভাগ্য কিছুই নেই।
অভাগারে করবি মানা
নাহলে আর রক্ষে নেই।
সুবোধ তুই পালিয়ে যা!
এখন সময় পক্ষে না,
এখানে থেকে পাবি সাজা
এখানে আর থাকিস না।
কবিতার শিরোনাম : সুবোধ তুই পালিয়ে যা! //কামরুজ্জামান সাদ
-কামরুজ্জামান সাদ
সুবোধ তুই পালিয়ে যা!
থাকবি কেনো নষ্ট দেশে,
স্বপ্নগুলো লুট করে যা
ঢলের মতো নেমে এসে।
এরা সবে ভিন্নরকম,
ভালবাসতে ভুলে গেছে,
মেরে তোকে করে জখম
কেনো থাকবি শুধু যেচে।
সুবোধ তুই বসে কেনো?
সবে মিলে খুঁজছে তোকে,
তুই বেঁচে পালিয়ে যেনো
মরবে ওরা তোর শোকে।
গণতন্ত্রটা মুক্তি পাক,
পরাধীনকে ফের বাঁচা,
শুধুই সাথে তুই থাক
সঙ্গে রাখ আপন খাঁচা।
ভুলেও ফিরে আসিস না,
তোর ভাগ্য কিছুই নেই।
অভাগারে করবি মানা
নাহলে আর রক্ষে নেই।
সুবোধ তুই পালিয়ে যা!
এখন সময় পক্ষে না,
এখানে থেকে পাবি সাজা
এখানে আর থাকিস না।
কবিতার শিরোনাম : সুবোধ তুই পালিয়ে যা! //কামরুজ্জামান সাদ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ০৫/১১/২০১৭চমৎকার লেখা উপহার দিলেন প্রিয় কবি। শুভকামনা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/১১/২০১৭সুন্দর হয়েছে।
কিন্তু সব সময় পালানোর মানিসকতা ভাল নয়। -
সানশাইন ০৪/১১/২০১৭ভালো লাগল!
-
মধু মঙ্গল সিনহা ০৪/১১/২০১৭সুন্দর লাগল