সাধারণ
আকাশের গল্প শেষ হয় অসীমের আকাঙ্ক্ষায়,
মানুষেরটা লেখা হয় জীবনের খেরোখাতায়,
নুড়ির ন্যায় ক্ষুদ্র আয়োজনে। মহাকালের স্তুপ
লক্ষ্যভেদী ঈশ্বরের কবিতার মতই নিশ্চুপ
লাওয়ারিশ জীবনের কথা বলে। স্বর্গীয় ভুলে
হয়তো কেউ প্রাণ-সঞ্চারের অধিকার হারায়
আকাশচুম্বী প্রসিদ্ধি কাউকে ইন্দ্রাসনে বসায়
মায়াদণ্ডের ছোঁয়ায় আকাঙ্ক্ষার আলোড়ন তুলে
নটরাজ হতে ব্যর্থ হলে তাকে ভুলে যায় সবে।
ইতিহাসে মহাত্মারূপে সে নাম কে লিখেছে কবে!
বানভাসি পথিকের মতন স্বপ্নত্যাগী জীবন
ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে হয়ে ওঠে চির-নির্জন
সতত বাউলা অন্তর বিচ্ছেদে ভাসায় জগৎ
আর জীবনের নামে বয়ে চলা ক্লান্ত অবক্ষয়,
মানুষ কেবল দৃশ্যমান আলোতে দেখে মহৎ
নতুবা ভেতরের অস্তিত্ব কাঁপিয়ে দিত হৃদয়।
(নিবেদন - কবি ও প্রাবন্ধিক ইবাইস আমান শ্রদ্ধাস্পদেষু)
মানুষেরটা লেখা হয় জীবনের খেরোখাতায়,
নুড়ির ন্যায় ক্ষুদ্র আয়োজনে। মহাকালের স্তুপ
লক্ষ্যভেদী ঈশ্বরের কবিতার মতই নিশ্চুপ
লাওয়ারিশ জীবনের কথা বলে। স্বর্গীয় ভুলে
হয়তো কেউ প্রাণ-সঞ্চারের অধিকার হারায়
আকাশচুম্বী প্রসিদ্ধি কাউকে ইন্দ্রাসনে বসায়
মায়াদণ্ডের ছোঁয়ায় আকাঙ্ক্ষার আলোড়ন তুলে
নটরাজ হতে ব্যর্থ হলে তাকে ভুলে যায় সবে।
ইতিহাসে মহাত্মারূপে সে নাম কে লিখেছে কবে!
বানভাসি পথিকের মতন স্বপ্নত্যাগী জীবন
ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে হয়ে ওঠে চির-নির্জন
সতত বাউলা অন্তর বিচ্ছেদে ভাসায় জগৎ
আর জীবনের নামে বয়ে চলা ক্লান্ত অবক্ষয়,
মানুষ কেবল দৃশ্যমান আলোতে দেখে মহৎ
নতুবা ভেতরের অস্তিত্ব কাঁপিয়ে দিত হৃদয়।
(নিবেদন - কবি ও প্রাবন্ধিক ইবাইস আমান শ্রদ্ধাস্পদেষু)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ১১/১২/২০২৩Sundor vabna...
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/১১/২০২৩অনন্যা
-
ফয়জুল মহী ২৯/১১/২০২৩অসাধারণ
শুভকামনা।