প্রতীক্ষা
ক্ষণিক বাদেই মিশতে হবে অন্ধকারে,
সেভাবেই গুছিয়ে নিলাম,
তারপর,
তারপর শুরু হল প্রতীক্ষা,
প্রতীক্ষার যন্ত্রণা সীমাহীন,
এরমাঝেই পথচলা,
অতিবাহিত হল একযুগ,
তুমি এসে বললে,
ও রতন! এই লোকটা কে রে?
রতন বলল,চল তো রোজই দেখি,
দেখি এর কান্ডকারখানা,
স্কুল ঘরটার বারান্দাতেই থাকে।
আমি বুঝলাম, ছেলেটা তোমাকে
মা বলেই ডাকে।
সেভাবেই গুছিয়ে নিলাম,
তারপর,
তারপর শুরু হল প্রতীক্ষা,
প্রতীক্ষার যন্ত্রণা সীমাহীন,
এরমাঝেই পথচলা,
অতিবাহিত হল একযুগ,
তুমি এসে বললে,
ও রতন! এই লোকটা কে রে?
রতন বলল,চল তো রোজই দেখি,
দেখি এর কান্ডকারখানা,
স্কুল ঘরটার বারান্দাতেই থাকে।
আমি বুঝলাম, ছেলেটা তোমাকে
মা বলেই ডাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৩/০২/২০১৮
-
পবিত্র রায় ০৬/০২/২০১৮সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০২/২০১৮ভালো।
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৬/০২/২০১৮Nice
-
নীলসাগর ০৫/০২/২০১৮দারুন
-
আব্দুল হক ০৫/০২/২০১৮Nice thanks
ধন্যবাদ প্রিয় কবি.....