www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতীক্ষা

ক্ষণিক বাদেই মিশতে হবে অন্ধকারে,
সেভাবেই গুছিয়ে নিলাম,
তারপর,
তারপর শুরু হল প্রতীক্ষা,
প্রতীক্ষার যন্ত্রণা সীমাহীন,
এরমাঝেই পথচলা,
অতিবাহিত হল একযুগ,
তুমি এসে বললে,
ও রতন! এই লোকটা কে রে?
রতন বলল,চল তো রোজই দেখি,
দেখি এর কান্ডকারখানা,
স্কুল ঘরটার বারান্দাতেই থাকে।
আমি বুঝলাম, ছেলেটা তোমাকে
মা বলেই ডাকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast