নির্দোষ শখ
আমার নির্দোষ শখ বড্ড অশ্লীল এই নগরে,
“গোপন আর অন্ধকার,
কিছুটা স্থির দুর্দশার
সাথে মিশে পৃথিবী থেকে দূরে যায় সরে।”
ততটাই দূরে— যেখানে কোলাহলে একা থাকা যায়,
অন্ধকারেরা ভীড় বাড়ায়!
“গোপন আর অন্ধকার,
কিছুটা স্থির দুর্দশার
সাথে মিশে পৃথিবী থেকে দূরে যায় সরে।”
ততটাই দূরে— যেখানে কোলাহলে একা থাকা যায়,
অন্ধকারেরা ভীড় বাড়ায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ২৫/০৯/২০২১বেশ।
-
মাহতাব বাঙ্গালী ২২/০৯/২০২১আলোর অলস জীবন যাপনে অন্ধকার ভীড় জমায়
-
সুব্রত ভৌমিক ২২/০৯/২০২১অশ্লীল-গোপন-অন্ধকার
মিলেমিশে একাকার,
এ শখ যেন মেটে আপনার।
********
সুন্দর ভাবে লেখা কবিতা। -
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৯/২০২১নির্দোষ শখ
অফুরন্ত থাকুক! -
ফয়জুল মহী ২১/০৯/২০২১চমৎকার লেখা ,খুব ভালো লাগলো