ভাঙা টিনের বাক্স
ভাঙা টিনের বাক্স
- কামরুজ্জামান সাদ
সেই ভাঙা টিনের বাক্সে জমে আছে শতবছরের আবেগ,
জমে আছে স্পন্দন,জমে আছে ভালবাসার নীলাকাশ।
বহুদিন আমার হৃদয়টা অবরুদ্ধ ছিল বাক্সটাতে,
শীতের প্রথম রোদটা জমা রেখেছিলাম,।
জমা ছিল কুয়াশাও।
বর্ষা প্রথম ফোটা বৃষ্টি কিংবা মধুমাসের ঘ্রাণ,
অনেক রাত্রির শেষে তাতে জমা হত জোনাকি,
আমার হৃদয়ের নিস্তব্ধতা,
সকাল,দুপুর,সন্ধ্যা -
কিছুই বাদ ছিল না।
তুমি হয়তো এগুলো তামাশা ভেবেছো।
অথচ আমার অনুভূতিকে আমি নির্জনে চাষ করেছি,
আমি খুব যত্নে তোমার হাতে তুলে দিয়েছিলাম বাক্সটা,
তুমি ক্লান্ত হয়ে ক্ষত-বিক্ষত করেছো বাক্সটা।
ক্ষত-বিক্ষত করেছো আমাকে,
আমার অনুভূতিকে।
সেই টিনের বাক্সটি আমার বেঁচে থাকার অনুষঙ্গ,
কত পুরনো কথা,কত নিবিড় স্মৃতি।
তোমার অবহেলার শক্তি বিচ্ছিন্ন করেছে বাক্সটিকে,
বিচ্ছিন্ন করেছে আমাকে।
১০ই জ্যৈষ্ঠ,১৪২৬ বঙ্গাব্দ।
২৪ মে, ২০১৯ খ্রিস্টাব্দ ।
- কামরুজ্জামান সাদ
সেই ভাঙা টিনের বাক্সে জমে আছে শতবছরের আবেগ,
জমে আছে স্পন্দন,জমে আছে ভালবাসার নীলাকাশ।
বহুদিন আমার হৃদয়টা অবরুদ্ধ ছিল বাক্সটাতে,
শীতের প্রথম রোদটা জমা রেখেছিলাম,।
জমা ছিল কুয়াশাও।
বর্ষা প্রথম ফোটা বৃষ্টি কিংবা মধুমাসের ঘ্রাণ,
অনেক রাত্রির শেষে তাতে জমা হত জোনাকি,
আমার হৃদয়ের নিস্তব্ধতা,
সকাল,দুপুর,সন্ধ্যা -
কিছুই বাদ ছিল না।
তুমি হয়তো এগুলো তামাশা ভেবেছো।
অথচ আমার অনুভূতিকে আমি নির্জনে চাষ করেছি,
আমি খুব যত্নে তোমার হাতে তুলে দিয়েছিলাম বাক্সটা,
তুমি ক্লান্ত হয়ে ক্ষত-বিক্ষত করেছো বাক্সটা।
ক্ষত-বিক্ষত করেছো আমাকে,
আমার অনুভূতিকে।
সেই টিনের বাক্সটি আমার বেঁচে থাকার অনুষঙ্গ,
কত পুরনো কথা,কত নিবিড় স্মৃতি।
তোমার অবহেলার শক্তি বিচ্ছিন্ন করেছে বাক্সটিকে,
বিচ্ছিন্ন করেছে আমাকে।
১০ই জ্যৈষ্ঠ,১৪২৬ বঙ্গাব্দ।
২৪ মে, ২০১৯ খ্রিস্টাব্দ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ব্রহ্ম ২৬/০৩/২০২০বেশ।
-
হুসাইন দিলাওয়ার ৩০/০৫/২০১৯সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৫/২০১৯বেশ!
-
নাসরীন আক্তার রুবি ২৫/০৫/২০১৯চমৎকার প্রকাশ কবি,শুভকামনা
-
অধীতি ২৫/০৫/২০১৯স্মৃতিপটে কলম চালালেন রূপকের ছোঁয়ায়