বহমান নদীটা রক্তাক্ত হয়
আমি ভালবাসা ছড়াতে চেয়েছি সমস্ত উচ্ছ্বাসের হৃদপিণ্ড ভেদ করে।
আমি দিতে চেয়েছি বহমান নদী,
গ্রীবা উচু করা প্রেম,
একসাথে শীতের সকালে হাঁটতে চেয়েছি,
আলো কুড়োতে চেয়েছি ভোরের লালরঙা সূর্য থেকে।
আমি কাউকে আশা দিতে পারিনি।
হৃদয়ে জমা করেছি বিশুদ্ধ প্রেম।
অথচ যাকেই এগুলো বলতে চেয়েছি ,
হতাশার পাণ্ডুলিপি খুলে বলেছে -"তোমার ভালবাসা হাহাকারে বিপর্যস্ত,
ওখানে রোদ আছে শান্তি নেই,
ভোর আছে আলো নেই।
তুমি যেরকম ভালবাসা চাও
সেটা আমার কাছে নেই।
তুমি চাও শীতের সকালে হাঁটতে
অথচ এগুলো আমার ঠুনকো লাগে।
অট্টহাসিতে উড়িয়ে দেই।
বলি কি অন্যকোথাও যেতে থাকো,রোদসী খুঁজে পাবে।"
আমার বহমান নদীটা রক্তাক্ত হয়,
অসহায়ভাবে চেয়ে থাকি,
স্পষ্ট জগতে বাসিন্দা হয়ে।
আমি লজ্জাতে কুঁকড়ে যাই।
আবদ্ধ ঘরে বসে থাকি।
সে তো জানে না,তাকে কতটা ভালবাসি।
প্রসারিত রোদটাও যেটা জানে।
আমি অন্ধকারকে পরাজিত করতে চাই
কিন্তু পারি না।
কারণ সামনের মানুষগুলো অন্ধকারের পর্দা সরাতে জানে না।
আমি দিতে চেয়েছি বহমান নদী,
গ্রীবা উচু করা প্রেম,
একসাথে শীতের সকালে হাঁটতে চেয়েছি,
আলো কুড়োতে চেয়েছি ভোরের লালরঙা সূর্য থেকে।
আমি কাউকে আশা দিতে পারিনি।
হৃদয়ে জমা করেছি বিশুদ্ধ প্রেম।
অথচ যাকেই এগুলো বলতে চেয়েছি ,
হতাশার পাণ্ডুলিপি খুলে বলেছে -"তোমার ভালবাসা হাহাকারে বিপর্যস্ত,
ওখানে রোদ আছে শান্তি নেই,
ভোর আছে আলো নেই।
তুমি যেরকম ভালবাসা চাও
সেটা আমার কাছে নেই।
তুমি চাও শীতের সকালে হাঁটতে
অথচ এগুলো আমার ঠুনকো লাগে।
অট্টহাসিতে উড়িয়ে দেই।
বলি কি অন্যকোথাও যেতে থাকো,রোদসী খুঁজে পাবে।"
আমার বহমান নদীটা রক্তাক্ত হয়,
অসহায়ভাবে চেয়ে থাকি,
স্পষ্ট জগতে বাসিন্দা হয়ে।
আমি লজ্জাতে কুঁকড়ে যাই।
আবদ্ধ ঘরে বসে থাকি।
সে তো জানে না,তাকে কতটা ভালবাসি।
প্রসারিত রোদটাও যেটা জানে।
আমি অন্ধকারকে পরাজিত করতে চাই
কিন্তু পারি না।
কারণ সামনের মানুষগুলো অন্ধকারের পর্দা সরাতে জানে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অরন্য রানা ০৪/১০/২০১৮
-
মোঃ আব্দুর রব ০৪/১০/২০১৮Nice
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১০/২০১৮ভালো লাগলো।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৩/১০/২০১৮কাব্য সাহিত্যের এক অনন্য কম্পোজিশন।।
পোয়েটিক ডিকশন আর অন্য রকম থিম।।।
এক সাথে শীতের সকালে হাটতে চেয়েছি,
আলো কুড়োতে চেয়েছি ভোরের লালরঙা সূর্য থেকে...