অনন্ত কালের ভালবাসা
এ নদের নাম কপোতাক্ষ,নদের পাড়ে হাটবে?
আর একটু সামনে গেলেই নদের দুধারে শহর,
মায়ার নদ,মায়ার শহর।
চলো চুপচাপ ঘাসের উপরে কিছুক্ষণ বসি
তারপর না হয় অন্যকোথাও যাব,
এরপর কথা ফুরিয়ে যায়,
চুপ থাকি অনেকক্ষণ,অনন্তকাল।
মরা নদের ঢেউ কানে বাজে
হেলেঞ্চার ঝোপে কিছু নড়ে ওঠে যেন,
দূরে গাঙচিলের ডানা ঝাপটানো,
কিংবা খামারীর কচুরিপনা কেটে নেওয়া
সবকিছুই কানে বাজে।মৃদু থেকে প্রকট।
তবু কোন কথা খুঁজে পাই না।
কোথাও যেন ফুরিয়ে গেছে
প্রেমের শব্দ,
অশ্রুর শব্দ,
হাসির শব্দ,
অথচ জলের কম্পন ঠিকই আছে।
ইচ্ছাহীন ঘুরতে ঘুরতে বাস্তবতা প্রখর হতে থাকে
আমরা আর বসে থাকি না
উঠে যাই,
চলে যাই নিজ নিজ গন্তব্যে।
অন্ধকারে পড়ে থাকে ভালবাসারা।
আর একটু সামনে গেলেই নদের দুধারে শহর,
মায়ার নদ,মায়ার শহর।
চলো চুপচাপ ঘাসের উপরে কিছুক্ষণ বসি
তারপর না হয় অন্যকোথাও যাব,
এরপর কথা ফুরিয়ে যায়,
চুপ থাকি অনেকক্ষণ,অনন্তকাল।
মরা নদের ঢেউ কানে বাজে
হেলেঞ্চার ঝোপে কিছু নড়ে ওঠে যেন,
দূরে গাঙচিলের ডানা ঝাপটানো,
কিংবা খামারীর কচুরিপনা কেটে নেওয়া
সবকিছুই কানে বাজে।মৃদু থেকে প্রকট।
তবু কোন কথা খুঁজে পাই না।
কোথাও যেন ফুরিয়ে গেছে
প্রেমের শব্দ,
অশ্রুর শব্দ,
হাসির শব্দ,
অথচ জলের কম্পন ঠিকই আছে।
ইচ্ছাহীন ঘুরতে ঘুরতে বাস্তবতা প্রখর হতে থাকে
আমরা আর বসে থাকি না
উঠে যাই,
চলে যাই নিজ নিজ গন্তব্যে।
অন্ধকারে পড়ে থাকে ভালবাসারা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অলকানন্দা দে ২৬/০৭/২০১৮অনন্ত কালের ভালবাসা একাকী পড়ে থাকবে না নদী কিনারে। তন্ময় জীবন তাকে খুঁজে নেবে ঠিক। খুব ভালো লাগলো কবি। অনন্ত অভিনন্দন ।ভালো থাকুন সবসময় ।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৫/০৭/২০১৮অসাধারন থিমের উপর কাজ করা এক অমুল্য কম্পোজিশন।।।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৫/০৭/২০১৮অসাধারন সুন্দর লিখেছেন।
-
মোবারক হোসেন ২৫/০৭/২০১৮কবিতা হোক আগামীর।