প্রেমের ভাষা
প্রেমের ভাষাটা ঠিক কেমন চলে?
কি বাণী শোনায়,কি ভাষায় বলে!
নাকি স্বপ্নেই আসা যাওয়া তার,
হৃদয়ে কি ঠাঁই হয় জীবন্ত মরার!
প্রেমে পড়ব?প্রেমের ভাষা জানতে,
সেকি এমনিতেই আসে নাকি যাব আনতে,
দুরন্ত বালকের মত হেসে হেসে,
কিংবা মেঘের মত হাওয়ায় ভেসে,
ডেকে যাবে কি নদীর কূলে,
নাকি চলে আসবে মনের ভুলে।
প্রেমের ভাষাটা কি কানে গোঁজা বনফুল?
যত্ন করে যে ছড়ায় গন্ধে মৃদুল,
বাতাসে যার থেকে থেকে ছুটোছুটি,
শাদা বকের হঠাৎ কোন খুনসুটি,
স্রোতের ফিরে যাওয়ার তাড়া অন্যকূলে,
নাকি নাবিকের নোঙরবিহীন মাস্তুলে।
তাহলে প্রেমের ভাষাটা ঠিক কেমন?
হাসি উৎসবের মাঝে অশ্রু যেমন,
নাকি এ ভাষা লক্ষ্যহারা?
নাকি মিটিমিটি জ্বলা স্বপ্নতাঁরা!
এই ভাষাটা কে পড়তে পেরেছে কবে?
অপেক্ষায় থাকি প্রেমের ভাষাউদ্ধার হবে।
কি বাণী শোনায়,কি ভাষায় বলে!
নাকি স্বপ্নেই আসা যাওয়া তার,
হৃদয়ে কি ঠাঁই হয় জীবন্ত মরার!
প্রেমে পড়ব?প্রেমের ভাষা জানতে,
সেকি এমনিতেই আসে নাকি যাব আনতে,
দুরন্ত বালকের মত হেসে হেসে,
কিংবা মেঘের মত হাওয়ায় ভেসে,
ডেকে যাবে কি নদীর কূলে,
নাকি চলে আসবে মনের ভুলে।
প্রেমের ভাষাটা কি কানে গোঁজা বনফুল?
যত্ন করে যে ছড়ায় গন্ধে মৃদুল,
বাতাসে যার থেকে থেকে ছুটোছুটি,
শাদা বকের হঠাৎ কোন খুনসুটি,
স্রোতের ফিরে যাওয়ার তাড়া অন্যকূলে,
নাকি নাবিকের নোঙরবিহীন মাস্তুলে।
তাহলে প্রেমের ভাষাটা ঠিক কেমন?
হাসি উৎসবের মাঝে অশ্রু যেমন,
নাকি এ ভাষা লক্ষ্যহারা?
নাকি মিটিমিটি জ্বলা স্বপ্নতাঁরা!
এই ভাষাটা কে পড়তে পেরেছে কবে?
অপেক্ষায় থাকি প্রেমের ভাষাউদ্ধার হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ২৩/০৭/২০১৮প্রেমের ভাসা-ভাল লাগলো খুব।
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৭/২০১৮প্রেমের ভাষা প্রেমের মতো।
-
পলাশ ২৩/০৭/২০১৮"প্রেম কিসে হয় কেউ কি তা জানে ? " -- ভালো লাগলো
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/০৭/২০১৮অসাধারন সুন্দর লিখেছেন কবি।