তুমি হলে বিস্ময় নারী
ক্ষণিক আভাস,ক্ষণিক বিস্ময়!
কিছুকাল স্তব্ধতা,
নীলাভ ব্যথিত তোমার এই আঁখি,
হারিয়েছে সব সজীবতা।
গগণ শিরিষের ডালে বসা পাখি,
ধরা দেয়ে ক্ষণিক আঁধারে,
শত শতাব্দীর রাত নেমে আসে কবেকার,
নিকষ কালোতেই আমি বাঁধা রে..
কাশ ফুলের মত মুখ তার,
বিদিশার সেই মুখশ্রী,
এক পলক দেখি যদি তোমাকে,
হৃদয়ে বয় যেন ঝর্ণার ঝিরিঝিরি।
নিবিড়ে এই মন তুলি দিয়ে প্রেম আঁকে,
গড়ে তোলে হৃদ-বাড়ি,
এই রাত্রিতে অল্প সময়েই মনে হয়-
তুমি হলে বিস্ময় নারী।
কিছুকাল স্তব্ধতা,
নীলাভ ব্যথিত তোমার এই আঁখি,
হারিয়েছে সব সজীবতা।
গগণ শিরিষের ডালে বসা পাখি,
ধরা দেয়ে ক্ষণিক আঁধারে,
শত শতাব্দীর রাত নেমে আসে কবেকার,
নিকষ কালোতেই আমি বাঁধা রে..
কাশ ফুলের মত মুখ তার,
বিদিশার সেই মুখশ্রী,
এক পলক দেখি যদি তোমাকে,
হৃদয়ে বয় যেন ঝর্ণার ঝিরিঝিরি।
নিবিড়ে এই মন তুলি দিয়ে প্রেম আঁকে,
গড়ে তোলে হৃদ-বাড়ি,
এই রাত্রিতে অল্প সময়েই মনে হয়-
তুমি হলে বিস্ময় নারী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/০৮/২০১৮আবারো ধন্যবাদ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০৭/২০১৮অসাধারণ লেগেছে।
-
আশা মনি ২২/০৭/২০১৮ভাল হয়েছে।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০৭/২০১৮অনেক ভাল লিখেছেন কবি।
ধন্যবাদ। -
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২২/০৭/২০১৮ভালো লিখেছেন। সুন্দর কবিতা