এখানে তুমি এসে বলেছিলে
এখানে তুমি এসে বলেছিলে - বড্ড ভালবাস আমাকে,
তারপর পার্কের এই বেঞ্চটাতে কেটেছে সময়,
কয়েকটা বসন্ত কেটেছে কোকিলের মৃদু ডাকে
প্রতীক্ষার কথা ভুলে গিয়ে বাসা বেঁধেছে বিস্ময়,
বারবার তোমাকে দেখেছি, কত শত রূপে
তোমার কাছেই চলে গেল অর্ধজীবনের সঞ্চয়...
অন্ধকারে এই মন নিয়ে ছিলাম,পরে চলে এসেছি চুপে,
দূরে টিলাতে ঘর,কত আশা স্বপ্ন কত কত,
সব আজ পরে আছে পাশে রাখা ডাস্টবিনে ময়লার স্তুপে
অনেক মূহুর্ত কেটে গেল উড়ে গেল শাদা পায়রা ক্রমাগত,
স্বপ্নগুলো লুকাতে চায় গলির ফাঁকে হামাগুড়ি দিয়ে
ছোট ছোট বালি হাঁসের ঝোপে লুকানোর মত
নীল প্রজাপতি দেখে কত ছবি এঁকেছি তোমায় নিয়ে,
অথচ স্বপ্নগুলোকে ধরে রাখোনি ভালবাসা দিয়ে।
তারপর পার্কের এই বেঞ্চটাতে কেটেছে সময়,
কয়েকটা বসন্ত কেটেছে কোকিলের মৃদু ডাকে
প্রতীক্ষার কথা ভুলে গিয়ে বাসা বেঁধেছে বিস্ময়,
বারবার তোমাকে দেখেছি, কত শত রূপে
তোমার কাছেই চলে গেল অর্ধজীবনের সঞ্চয়...
অন্ধকারে এই মন নিয়ে ছিলাম,পরে চলে এসেছি চুপে,
দূরে টিলাতে ঘর,কত আশা স্বপ্ন কত কত,
সব আজ পরে আছে পাশে রাখা ডাস্টবিনে ময়লার স্তুপে
অনেক মূহুর্ত কেটে গেল উড়ে গেল শাদা পায়রা ক্রমাগত,
স্বপ্নগুলো লুকাতে চায় গলির ফাঁকে হামাগুড়ি দিয়ে
ছোট ছোট বালি হাঁসের ঝোপে লুকানোর মত
নীল প্রজাপতি দেখে কত ছবি এঁকেছি তোমায় নিয়ে,
অথচ স্বপ্নগুলোকে ধরে রাখোনি ভালবাসা দিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১২/০৭/২০১৮অনেক ভাল।
-
তরুণ কান্তি ১২/০৭/২০১৮সুন্দর অনুভূতির কবিতা পড়লাম ।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১২/০৭/২০১৮বড্ড ভালোলাগা রেখে গেলাম
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১২/০৭/২০১৮অসাধারন সুন্দর হয়েছে।