তাজা আহ্বান
একবিংশ শতাব্দীতে
সময় বলেছে রক্ত দিতে
হৃদয় হয়ে ওঠে অস্বাভাবিক,
আশেপাশে ছড়িয়ে রয়েছে রক্ত,
পশ্চিম, দক্ষিণ, উত্তর, পূর্ব দিক।
মতিহারে রক্ত,শহীদ মিনারে রক্ত,
সারা বাংলার প্রতিটি কিনারে,
অধিকার আদায়ে ঝরছে রক্ত,
ঝরায় বাংলার নব হিটলারে।
শত শহীদের রক্ত, তরিকুলের ভাঙা হার,
কেঁপে কেঁপে ছিড়ে যায় তরুণের প্রাণ,
মার খেয়ে পড়ে থাকে নিঃসাড়,
বুক তাঁদের তাজা আহ্বান...
মিছিল আর মৃত্যু একসাথে গাঁথা
একদিন বাংলায় নামবে জনতা।
লেখা হবে জীবনের নাম
রচিত হবে মুক্তির পয়গাম।
সময় বলেছে রক্ত দিতে
হৃদয় হয়ে ওঠে অস্বাভাবিক,
আশেপাশে ছড়িয়ে রয়েছে রক্ত,
পশ্চিম, দক্ষিণ, উত্তর, পূর্ব দিক।
মতিহারে রক্ত,শহীদ মিনারে রক্ত,
সারা বাংলার প্রতিটি কিনারে,
অধিকার আদায়ে ঝরছে রক্ত,
ঝরায় বাংলার নব হিটলারে।
শত শহীদের রক্ত, তরিকুলের ভাঙা হার,
কেঁপে কেঁপে ছিড়ে যায় তরুণের প্রাণ,
মার খেয়ে পড়ে থাকে নিঃসাড়,
বুক তাঁদের তাজা আহ্বান...
মিছিল আর মৃত্যু একসাথে গাঁথা
একদিন বাংলায় নামবে জনতা।
লেখা হবে জীবনের নাম
রচিত হবে মুক্তির পয়গাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১০/০৭/২০১৮বেশ লাগল।
-
তরুণ কান্তি ১০/০৭/২০১৮প্রিয় কবিবন্ধু, চারিদিকে হিংসার বিষ বাষ্পে পৃথিবীতে আজ ঝরছে রক্ত।অধিকার রক্ষার লড়াইয়ে মানুষ ঝরাচ্ছে রক্ত। খুব ভালো লাগলো খুব ভালো লাগলো
-
সাইদ খোকন নাজিরী ১০/০৭/২০১৮জ্বলন্ত শিখা।জ্বলে উঠুক মনের ভিতর।