আবার ফিরে আসি ভালবেসে
মৃত্যুর স্বাদ অসুখে আকাশ বুঝবে কবে এসে!
উদ্বাস্তু শিবিরে কোলাহল ভরা হৃদয়ের শেষ শ্বাসে।
পৃথিবীর বুকে অনুভূতি আছে নরম সবুজ ঘাসে,
দিশাহীন তাই পালাতে চাই,আবার ফিরে আসি ভালবেসে।
বৃষ্টির জলে প্রেম থাকে,মুছে যায় অনিশ্চয়তা,
অসুখে আকাশ,অসুখে জীবন বেদনায় লুকিয়েছি মুখ,
মাঝে মাঝে প্রেয়সীকে ভালবেসে জড়িয়েছি বুক।
অলিগলি সব ভেসে যায় বৃষ্টিতে বলে যায় কত কথা।
উবে যাওয়া কিছু মুহূর্ত ঢেউয়ের মত ফুলে ওঠে,
অথচ এগুলো নিঁখুত কোন স্মৃতি হয়েই আছে,
পলাতক হয়ে ফিরে যেতে হয় অশান্ত আকাশের কাছে,
আলতো করে চুমু দিয়ে যাই প্রিয়ার নরম ঠোঁটে।
-কামরুজ্জামান সাদ
উদ্বাস্তু শিবিরে কোলাহল ভরা হৃদয়ের শেষ শ্বাসে।
পৃথিবীর বুকে অনুভূতি আছে নরম সবুজ ঘাসে,
দিশাহীন তাই পালাতে চাই,আবার ফিরে আসি ভালবেসে।
বৃষ্টির জলে প্রেম থাকে,মুছে যায় অনিশ্চয়তা,
অসুখে আকাশ,অসুখে জীবন বেদনায় লুকিয়েছি মুখ,
মাঝে মাঝে প্রেয়সীকে ভালবেসে জড়িয়েছি বুক।
অলিগলি সব ভেসে যায় বৃষ্টিতে বলে যায় কত কথা।
উবে যাওয়া কিছু মুহূর্ত ঢেউয়ের মত ফুলে ওঠে,
অথচ এগুলো নিঁখুত কোন স্মৃতি হয়েই আছে,
পলাতক হয়ে ফিরে যেতে হয় অশান্ত আকাশের কাছে,
আলতো করে চুমু দিয়ে যাই প্রিয়ার নরম ঠোঁটে।
-কামরুজ্জামান সাদ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সামিন শুভ ০৬/০৬/২০১৮asm
-
সাইদ খোকন নাজিরী ০২/০৬/২০১৮চমৎকার হয়েছে !
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৫/২০১৮মানুষ ফিরে আসতেই ভালোবাসে।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/০৫/২০১৮অসাধারন সুন্দর।
খুব ভাল লাগল।
অনেক ধন্যবাদ। -
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৭/০৫/২০১৮চমৎকার সুচনা...
ধন্যবাদ.... -
তরুণ কান্তি ২৭/০৫/২০১৮সুন্দর প্রেমানুভূতি ।