প্রেম - অনুষঙ্গে
প্রেম সংগ্রাম মানবিকতা আমাদের আছে,অন্ধকারকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার মতন,
মাঝে মাঝে নারী দেহে,ভারি দেহে পাকা ধানের ন্যায় গড়ে ওঠে আলোড়ন,
অশ্রু রক্ত জীবন সবকিছু ক্ষণিকের জন্য হয়ে ওঠে স্থির,
জীবনের ব্যথা ভুলে - ছড়াতে থাকে লাবণ্যরাশি আলিঙ্গনে টেনে নেওয়া শরীর।
প্রেম-অনুষঙ্গে অধীর আলোর জগতে ভিতরের কোন ময়দানে,
যুগের বাঁধা ডিঙিয়ে চেনা গন্ধ নিয়ে আসে নারীর পানে।
সত্য ও মিথ্যা নিয়ে আসে পরিণতির পথে,রৌদ্রোজ্জ্বল দিনে অথবা অন্ধকার রাত,
চারিদিক শান্ত হয়ে আসে পৃথিবীর বুকে হঠাৎ।
মাঝে মাঝে নারী দেহে,ভারি দেহে পাকা ধানের ন্যায় গড়ে ওঠে আলোড়ন,
অশ্রু রক্ত জীবন সবকিছু ক্ষণিকের জন্য হয়ে ওঠে স্থির,
জীবনের ব্যথা ভুলে - ছড়াতে থাকে লাবণ্যরাশি আলিঙ্গনে টেনে নেওয়া শরীর।
প্রেম-অনুষঙ্গে অধীর আলোর জগতে ভিতরের কোন ময়দানে,
যুগের বাঁধা ডিঙিয়ে চেনা গন্ধ নিয়ে আসে নারীর পানে।
সত্য ও মিথ্যা নিয়ে আসে পরিণতির পথে,রৌদ্রোজ্জ্বল দিনে অথবা অন্ধকার রাত,
চারিদিক শান্ত হয়ে আসে পৃথিবীর বুকে হঠাৎ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৫/০৫/২০১৮Good
-
আবু সাইদ লিপু ১৫/০৫/২০১৮শান্ত পৃথিবীই দরকার।
-
সাঁঝের তারা ১৩/০৫/২০১৮অসম্ভব সুন্দর!
-
সাইয়িদ রফিকুল হক ১২/০৫/২০১৮ভালো হয়েছে।
-
রনি বিশ্বাস ১২/০৫/২০১৮বেশ হয়েছে বন্ধু
-
পবিত্র চক্রবর্তী ১২/০৫/২০১৮ভালো লাগলো ॥
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১২/০৫/২০১৮খুব ভাল লাগল।