এই শহর
বাতাসে এখন ধুলো বেড়েছে
চোখ বুজে যায় ক্ষণে ক্ষণে,
দালানে ভরা এই শহরে
ঘুরে বেড়াই নিরাপদ অন্বেষণে।
ক্লান্ত জ্যামে বসে থাকি
কোলাহল এসে জাপটে ধরে,
জীবনটা তাই কেটে যাচ্ছে
শহরের কালো গহ্বরে।
চোখ বুজে যায় ক্ষণে ক্ষণে,
দালানে ভরা এই শহরে
ঘুরে বেড়াই নিরাপদ অন্বেষণে।
ক্লান্ত জ্যামে বসে থাকি
কোলাহল এসে জাপটে ধরে,
জীবনটা তাই কেটে যাচ্ছে
শহরের কালো গহ্বরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সহিদুল ইসলাম রাজন ১৬/০৫/২০১৮বাহ,ভালো ছিল।
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৫/২০১৮ভালো লাগলো।
-
কে. পাল ০৫/০৫/২০১৮Bess
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/০৫/২০১৮ধন্যবাদ।
-
পবিত্র চক্রবর্তী ০৫/০৫/২০১৮ভালো হয়েছে তবে দ্বিতীয় লাইনে যাই মনে হয় যায় হবে ॥
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৫/০৫/২০১৮দারুণ!
তোমাদের জন্যই আমি তারুণ্যে বিচরন করব।
ধন্যবাদ