www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্ধকার সিঁড়ি

গোপন অন্ধকার সিঁড়ির মাঝে,
ঘুরে এলাম নিঃশব্দে,চুপে;
ক্ষিপ্র অভিজ্ঞতার সুক্ষ্ম কাজে,
গিয়েছিলাম ছদ্মরূপে।
একটু আলো পাওয়া যায় যদি,
ক্ষুদ্র এক টুকরো আলোর মতো;
হতাম যেন বহতা নদী,
কাজটা এগিয়ে যেত ক্রমাগত।
এই সিঁড়িতে নেই কোন প্রহরী,
বাঁধা দেয় নেই এমন;
অন্ধকারেও দিতে হয় হামাগুড়ি,
ক্লান্তিতে লাগে শিহরণ।
ক্ষিপ্র আদিম যোদ্ধার মত,
অসমাপ্ত কাজটা করে যাই;
করতে থাকি অবিরত,
এটা বাদে তো কিছু করার নাই।
এই সিঁড়ির প্রতিটা ধাপ গুণে,
অন্ধকার নেমে আসুক প্রাণে;
ঝলসাতে চাই তোমার আগুনে,
এগিয়ে যাই ভালবাসার টানে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast