মেঘের দল
এখন অনেক মেঘের দল উড়ে যায় ,উড়ে আসে,
অনন্ত পৃথিবীর বুকে মৃদু মুদু বাতাসে,
কখন আবার বৃষ্টি হয়ে আছড়ে পড়ে হৃদয়ে,
আবিষ্ট নিয়মে মেঘগুলো আসে সত্য হয়।
অনন্ত পৃথিবীর বুকে মৃদু মুদু বাতাসে,
কখন আবার বৃষ্টি হয়ে আছড়ে পড়ে হৃদয়ে,
আবিষ্ট নিয়মে মেঘগুলো আসে সত্য হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/০৫/২০১৮দারুন সুন্দর।
-
মোঃ ফাহাদ আলী ০১/০৫/২০১৮সুন্দর হয়েছে।
-
মুকিম মাহমুদ মুকিত ০১/০৫/২০১৮ভালো লিখেছেন।
-
পবিত্র চক্রবর্তী ০১/০৫/২০১৮ভালো