এখানে কাকের ডাকে
এখানে কাকের ডাকে সকাল হয়, সন্ধ্যে হয়,
মৃদু অথচ অবিরত ডাকতে থাকে;
গভীর উদাসী ঘুমও ভাঙে,যেটা ভাঙার নয়,
আশ্চর্য রাতে দুর্দান্ত মত্ততায় ঘিরে রাখে।
সুক্ষ্ম কিছু কথা শুনি,আরো দূরে কোলাহল,
আগ্রহ কমে না,বরং শুনতে থাকি সবি,
জেগে থেকে দ্যাখি সমুদ্রের নীল জল,
ঘুমিয়ে গেলে সবকিছু কঠিন অন্ধকারের ছবি।
এখানে কাকের ডাক থাকে আশা ও হতাশা,
বিচ্ছেদের ভীড়ে অস্পষ্ট ভালবাসা।
মৃদু অথচ অবিরত ডাকতে থাকে;
গভীর উদাসী ঘুমও ভাঙে,যেটা ভাঙার নয়,
আশ্চর্য রাতে দুর্দান্ত মত্ততায় ঘিরে রাখে।
সুক্ষ্ম কিছু কথা শুনি,আরো দূরে কোলাহল,
আগ্রহ কমে না,বরং শুনতে থাকি সবি,
জেগে থেকে দ্যাখি সমুদ্রের নীল জল,
ঘুমিয়ে গেলে সবকিছু কঠিন অন্ধকারের ছবি।
এখানে কাকের ডাক থাকে আশা ও হতাশা,
বিচ্ছেদের ভীড়ে অস্পষ্ট ভালবাসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৪/২০১৮ভালো।
-
নাজিবুল হাসান মোল্লা ২৩/০৪/২০১৮অনেক সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/০৪/২০১৮Very good!